Career

কর্মীদের টানা ১২ ঘণ্টার শিফট করানো যাবে! বিজেপি রাজ্যে আসছে

টানা ১২ ঘণ্টার ‘শিফট’ করানো যাবে। নাইট ডিউটিও ফেলা যাবে মহিলা কর্মীদের। ঠিকাদার ফোন নির্মাতা ফক্সকনের ‘পরামর্শে’র পর এমনই শ্রম নীতি পাশ হল কর্ণাটকে। অ্যাপেলের হয়ে আইফোন তৈরি করে এই ফক্সকন। সমালোচকদের মতে, এই নয়া আইনে কার্যত চিনের মতো কর্মীদের যথেচ্ছ কাজ করানোর নীতিই সরকারি স্বীকৃতি পেয়ে গেল। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন সূত্রে মিলেছে এই খবর।

নয়া আইনে কাজের সময় নিয়ে আরও উদারনীতি গ্রহণ করা হয়েছে। বর্তমানে ভারত চিনকে টেক্কা দিয়ে বিশ্বের নতুন উত্পাদন কেন্দ্র হয়ে ওঠার লক্ষ্য গ্রহণ করেছে। আর এমন পরিস্থিতিতে চিনেরই মতো আইন আনা হচ্ছে বলে দাবি বিরোধীদের। ⦾ চাকরির বাজারে বড় খবর! দেশে এক লাখ কর্মসংস্থান হতে চলেছে অ্যাপেলে, নিয়োগ এই স্কিমটিতে

ফক্সকন কী বলছে? তারা জানিয়েছে, এই সংশোধনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আরও ‘এফিসিয়েন্ট’ উত্পাদন ব্যবস্থা গড়ে তোলা যাবে। ঘড়ি ধরে দিনে দু’টি করে ১২ ঘণ্টার শিফটের মাধ্যমে সর্বক্ষণ উত্পাদন চালানোর প্রক্রিয়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ হতে চলেছে। (হিন্দুস্তান টাইমস বাংলা আলাদা করে এই নীতির বিষয়ে পর্যালোচনা করেনি।)

ভারত আপাতত চিনের বিকল্প হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। মার্কিন মুলুকের মতো বেশ কিছু দেশ চিনের বদলে অন্য কোনও উপায় খুঁজছে। সেক্ষেত্রে আগামিদিনে বাজার দখল করে নিতে চাইছে ভারত। আর সেই কারণেই কাজের আউটপুট এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্য স্থির করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক এমনটাই জানিয়েছেন। কর্ণাটকের শ্রম আইন সংশোধনের সিদ্ধান্তের পিছনে সেই রাজ্যের শিল্প সংগঠন এবং ফক্সকন ও অ্যাপলের মতো বিদেশি সংস্থাগুলির ‘প্রচুর সুপারিশ’ রয়েছে বলে জানান ওই আধিকারিক।

কর্ণাটকে একটি নতুন ৩০০ একরের কারখানা তৈরি হবে। সেখানে অ্যাপেলের ডিভাইস তৈরি করা হবে। গত সপ্তাহে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই ঘোষণা করেন। তবে ফক্সকন এখনও কোনও কারখানার পরিকল্পনা ঘোষণা করেনি। ⦾ ‘বড্ড বেশি পাই,’ নিজের বেতন অর্ধেক কমিয়ে দিলেন Apple-এর CEO

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।