Career

BSF-এ ১০% সংরক্ষণ, বয়সে ৩ বছর ছাড় পাবেন অগ্নিবীররা: স্বরাষ্ট্র

হোমপেজএক নজরে সব খবর ভোটযুদ্ধবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি Updated: 11 Mar 2023, 07:54 PM IST Soumick Majumdar

শেয়ার করুন

সীমান্ত রক্ষা বাহিনীতে ১০% আসন সংরক্ষণ থাকবে শুধুমাত্র অগ্নিবীরদের জন্য। অর্থাত্, অস্থায়ী অগ্নিবীর হিসাবে কাজ শেষের পর, চাইলে BSF-এ নতুন কেরিয়ার শুরু করার সুযোগ মিলবে।

1/7 BSF-এ প্রাক্তন অগ্নিবীরদের জন্য বিশেষ সংরক্ষণের সুবিধা। সীমান্ত রক্ষা বাহিনীতে  যোগদানের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন তাঁরা। আর যেহেতু অগ্নিবীরে  যোগদানের সময়েই তাঁদের শারীরিক দক্ষতার পরীক্ষা ও প্রশিক্ষণ হয়ে গিয়েছে,  সেহেতু আর নতুন করে BSF-এর কঠিন পরীক্ষায় অংশ নিতে হবে না।  ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)2/7সীমান্ত রক্ষা বাহিনীতে ১০% আসন সংরক্ষণ থাকবে শুধুমাত্র অগ্নিবীরদের জন্য।  অর্থাত্, অস্থায়ী অগ্নিবীর হিসাবে কাজ শেষের পর, চাইলে BSF-এ নতুন কেরিয়ার  শুরু করার সুযোগ মিলবে।  (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) (PTI)3/7বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তারা সীমান্ত নিরাপত্তা বাহিনীর (BSF)  জেনারেল ডিউটি ক্যাডার (নন গেজেটেড) নিয়োগ বিধিতে সংশোধন করেছে। ৬ মার্চ  জারি করা এক কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে এই নিয়মের কথা ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ফাইল ছবি: টুইটার (PTI)4/7বয়সের উর্ধ্বসীমায় ছাড়: অগ্নিবীররা নতুন করে BSF-এ যোগ দিতে চাইলে, তাঁদের  বয়সের উর্ধ্বসীমায় ৩ বছরের ছাড় দেওয়া হবে।  কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর পরে BSF-ই দেশের দ্বিতীয় বৃহত্তম  আধাসামরিক বাহিনী। ফাইল ছবি: পিটিআই (PTI)5/7গত বছর ১৪ জুন সামরিক বাহিনীর জন্য অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করে কেন্দ্র। এর  মাধ্যমে সশস্ত্র বাহিনীর জওয়ানদের গড় বয়স কমিয়ে আনা যাবে বলে মনে করা  হচ্ছে। সেই সঙ্গে প্রযুক্তিগতভাবে দক্ষ বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।  ফাইল ছবি: পিটিআই (PTI)6/7অগ্নিপথ স্কিমে মাত্র চার বছরের জন্য জওয়ানদের নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে  সেরা দক্ষতা থাকা ২৫%-কে ১৫ বছরের জন্য নিয়মিত ক্যাডার হিসাবে নিয়োগ করা  হবে।   ফাইল ছবি: পিটিআই (PTI)7/7১৮ জুন, ২০২২-এ, সরকার জানায়, সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র আধাসামরিক বাহিনী  (সিএপিএফ) এবং আসাম রাইফেলে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০% সংরক্ষণ  থাকবে। চার বছরের অগ্নিবীরের চাকরি শেষের পর তাঁরা এই সুযোগ পাবেন।  ফাইল ছবি: পিটিআই (PTI)

অন্য গ্যালারিগুলি

No Network

Server Issue

Internet Not Available

{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); if(typeof pageName != undefined && pageName == “story”) { checkForSurvey(); } }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।