এক নজরে সব খবর ভোটযুদ্ধবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি Updated: 10 Mar 2023, 02:04 PM IST Soumick Majumdar
শেয়ার করুন
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি আইআইটি মাদ্রাজের ইলেকট্রনিক্স-এর অধীনে এই কোর্স চালু করেন। এটি একটি অনলাইন কোর্স। পড়াশোনা অনলাইন মোডে হবে। কোর্সের লক্ষ্য ভারতে ইলেকট্রনিক্স এবং এমবেডেড ম্যানুফ্যাকচারিং সেক্টরে স্নাতকদের ক্রমবর্ধমান চাহিদা মেটানো।
1/5IIT Madras-এ চালু হল নতুন চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স (BS) ডিগ্রী কোর্স। এতে ভর্তি হতে JEE মেইন পাস করতে হবে না। ফাইল ছবি: পিটিআই (PTI)2/5কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি আইআইটি মাদ্রাজের ইলেকট্রনিক্স-এর অধীনে এই কোর্স চালু করেন। এটি একটি অনলাইন কোর্স। পড়াশোনা অনলাইন মোডে হবে। কোর্সের লক্ষ্য ভারতে ইলেকট্রনিক্স এবং এমবেডেড ম্যানুফ্যাকচারিং সেক্টরে স্নাতকদের ক্রমবর্ধমান চাহিদা মেটানো। ফাইল ছবি: পিক্সাবে (PTI)3/5তবে JEE Mains-এর কঠিন প্রবেশিকা নেই মানেই যে খুব সহজেই ভর্তি হওয়া যাবে, এমনটা কিন্তু নয়। দ্বাদশ পাশের পরেই আইআইটি মাদ্রাজের এই কোর্সের জন্য আবেদন করা যাবে। তবে আবেদনকারী প্রার্থীদের চার সপ্তাহের একটি কোয়ালিফায়ার প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তবেই সুযোগ পাবেন। ফাইল ছবি: আইআইটি মাদ্রাজ (PTI)4/5তবে এই প্রথম নয়। এটি আইআইটি মাদ্রাজের দ্বিতীয় অনলাইন বিএস কোর্স।এর আগে ‘বিএস ইন ডাটা সায়েন্স’ কোর্সের মাধ্যমে প্রায় ১৭ হাজার পড়ুয়া পড়াশোনা করছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট) (PTI)5/5আবেদনকারীদের IIT মাদ্রাজ প্রথমে চার সপ্তাহের কনটেন্ট অ্যাক্সেস দেবে। কোয়ালিফায়ার পরীক্ষা শুধুমাত্র সেই কনটেন্টের উপর ভিত্তি করেই করা হবে। এই কোর্সের পর ইলেকট্রনিক সিস্টেম ডিজাইনার, এমবেডেড সিস্টেম ডেভেলপার, ইলেকট্রনিক হার্ডওয়্যার বিশেষজ্ঞ, সিস্টেম টেস্টিং ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স রিসার্চ ইঞ্জিনিয়ার-সহ বিভিন্ন পদের জন্য আবেদন করা যেতে পারে। ফাইল ছবি: পিক্সাবে (PTI)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); if(typeof pageName != undefined && pageName == “story”) { checkForSurvey(); } }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।