জাতীয় প্রতিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে মহিলা প্রার্থীদের জন্য ৫০% সংরক্ষণ সম্ভব নয়। শুক্রবার এমনটাই জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। এক আবেদনকারীর পিটিশনের ভিত্তিতে এই মন্তব্য। কী বলেছিলেন আবেদনকারী?
এক মহিলা আবেদনকারীর দাবি ছিল, তিনি পরীক্ষায় পুরুষ প্রার্থীদের তুলনায় বেশি নম্বর পেয়েও সুযোগ পাননি। তাঁর এই বক্তব্যের প্রতি ‘সহানুভূতি’ প্রকাশ করে আদালত। কিন্তু একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়, ন্যাশানাল ডিফেন্স অ্যাকাদেমিতে পুরুষ-মহিলার ৫০-৫০ কোটা স্থির করা সম্ভব নয়।
এক সময়ে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA) একান্তভাবেই পুরুষের নিত। পরে অবশ্য মহিলাদের জন্যও তার দ্বার উন্মুক্ত করা হয়েছে। ⦾ Indian Navy: আরব সাগরে বিমান নিয়ে দুর্ধর্ষ অভিযান নৌসেনার প্রমীলা বাহিনীর
সুপ্রিম কোর্ট জানায়, ‘মহিলা প্রার্থীদের জন্য আসন সংরক্ষণের বিষয়টা ধীরে ধীরে করতে হবে। এক ধাক্কায় ৫০% আসন কীভাবে হবে? কয়েকদিন আগে পর্যন্তও এটা সম্পূর্ণ পুরুষদের জগত ছিল। সেখান থেকে মহিলাদের জন্য ধীরে ধীরে সুযোগ দেওয়া হচ্ছে। তাই হঠাত্ করে একদিন অর্ধেক আসন মহিলাদের দিয়ে দেওয়া সম্ভব নয়। মহিলা প্রার্থীদের জন্য কীভাবে অন্য কোনও ব্যবস্থা করা যায়, তা দেখার জন্য অন্যান্য সমস্ত প্রাসঙ্গিক বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।’
NDA-তে প্রতিটি কোর্সে তিনটি ক্ষেত্রের চাকরির জন্য জন্য ৩৭০টি শূন্যপদ থাকে। এর মধ্যে ২০৮ জন যান ভারতীয় সেনাবাহিনীতে। ১২০ জন যান বিমান বাহিনীতে। বাকি ৪২ জন ভারতীয় নৌবাহিনীতে কমিশনড হন। বর্তমানে, প্রতি ব্যাচে সর্বোচ্চ ১৯ জন মহিলা ক্যাডেট গ্রহণ করা হয়। NDA-র লিখিত পরীক্ষা বছরে দু’বার করে হয়। ভারতের কঠিনতম প্রবেশিকা পরীক্ষাগুলির মধ্যে এটি অন্যতম। অঙ্ক, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত কঠিন প্রশ্ন থাকে।
NDA পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাঁদের সার্ভিস সিলেকশন বোর্ডের(SSB) ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। মেডিকেল পরীক্ষার পরে, প্রার্থীদের এনডিএ-র সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর শাখায় এবং প্রি-কমিশনের জন্য INA কোর্সে নিয়োগ করা হয়।
⦾ ‘সন্তান পালন করাই মেয়েদের কাজ,’ শিখেছেন বহু মাদ্রাসা পড়ুয়ারা: UNESCO রিপোর্ট
————– সমাপ্ত ————–
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।