Career

TCS থেকে ইস্তফা দিলেন CEO রাজেশ গোপীনাথন, কে দায়িত্ব পেলেন?

হোমপেজএক নজরে সব খবর জনপ্রিয়ওয়েবস্টোরিবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি Updated: 16 Mar 2023, 09:53 PM IST Soumick Majumdar

শেয়ার করুন

গত বছর মার্চে রাজেশ গোপীনাথনকে পাঁচ বছরের জন্য এমডি এবং সিইও হিসাবে পুনর্নিযুক্ত করা হয়েছিল। সেই মেয়াদ আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে।

1/6পদত্যাগ করলেন TCS-এর CEO রাজেশ গোপীনাথন। প্রায় ৬ বছরের মেয়াদ শেষে চেয়ার ছেড়ে দিলেন তিনি। তাঁর বদলে ১৬ মার্চ ২০২৩ থেকে CEO-র পদে কে কৃত্তিবাসনকে নিযুক্ত করা হয়েছে। ছবি : রয়টার্স (PTI Photo/Shashank Parade)2/6গত বছর মার্চে রাজেশ গোপীনাথনকে পাঁচ বছরের জন্য এমডি এবং সিইও হিসাবে পুনর্নিযুক্ত করা হয়েছিল। সেই মেয়াদ আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে।  ছবি : রয়টার্স (PTI Photo/Shashank Parade)3/6কিন্তু এভাবে হঠাত্ প্রস্থানের কারণ কী? কারণ ‘ব্যক্তিগত’ বলে জানিয়েছেন চিনি। আপাতত বাজারের নজর TCS-এর স্টকে। আপাতত এর প্রতিক্রিয়ায় শেয়ার দর নেতিবাচক হয়ে যেতে।  ফাইল ছবি: টিসিএস (PTI Photo/Shashank Parade)4/6উত্তরসূরি কে কৃত্তিবাসনকে আপাতত কাজ বুঝিয়ে দিতে হবে গোপীনাথনকে। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সেই কাজ সামলাতে হবে তাঁকে।  ফাইল ছবি: পিটিআই (PTI Photo/Shashank Parade)5/6কে কৃত্তিবাসন বর্তমানে TCS-এ ব্যাঙ্কিং, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ইন্স্যুরেন্স (BFSI) বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট এবং গ্লোবাল হেড। এই BFSI-ই TCS-এর সবচেয়ে বড় ভার্টিকাল এবং এর সামগ্রিক আয়ের প্রায় ৩২ শতাংশ জোগায়।  ফাইল ছবি: মিন্ট (PTI Photo/Shashank Parade)6/6কৃত্তিবাসনও টিসিএস-এ বহুদিন ধরে থাকার ফল পেলেন। ১৯৮৯ সালে তিনি টিসিএস-এ যোগদান করেছিলেন। এরপর থেকে প্রায় ৩৪ বছর ধরে টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে নিজের সবটুকু উজার করেছেন তিনি।   ফাইল ছবি: রয়টার্স (PTI Photo/Shashank Parade)

অন্য গ্যালারিগুলি

No Network

Server Issue

Internet Not Available

{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।