Entertainment

অনস্ক্রিন শ্যালিকার সঙ্গে টেকেনি সংসার, চুপিসাড়ে ফের বিয়ে সারলেন এই

‘প্যায়ার কি ইয়ে এক কাহানি’র হ্য়ান্ডসাম ভ্যাম্পায়ার অভয়কে মনে আছে? একতা কাপুরের এই সুপার ন্যাচরাল শো-এর সুবাদে রাতারাতি লাখো তরুণী স্বপ্নের রাজকুমার হয়ে উঠেছিলেন ভিডিয়ান ডিসেনা। পোর্তুগীজ বংশোদ্ভূত এই হ্যান্ডসাম নায়ক হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত নাম। হিন্দুস্তান টাইমসের কাছে এক্সক্লুসিভ তথ্য এসে পৌঁছেছে ভিভিয়ানের ব্যক্তিগত জীবন নিয়ে। মিডিয়ার লাইমলাইট থেকে একদম দূরে থাকেন ‘মধুবালা’র নায়ক। জানা যাচ্ছে, গোপনে দ্বিতীয় বিয়ে সেরেছেন অভিনেতা। 

খবর, এক বছর আগেই নাকি মিশরীয় সাংবাদিক নওরান আলিকে বিয়ে করেছেন ভিভিয়ান। নিজের চাকরি ছেড়ে আপতত ভিভিয়ানের সঙ্গেই সংসার করছেন এই মিশরীয় কন্যে। সোশ্যাল মিডিয়ায় মুখ দেখান না তিনি। গ্ল্যামার জগত মোটে পছন্দ নয় নওরানের– গত বছর নওরানের সঙ্গে প্রেম সম্পর্কে শিলমোহর দিয়ে এ কথা জানিয়েছিলেন ভিভিয়ান। সেই সময় তাঁর স্পষ্ট কথা ছিল, বিয়ে করলেও তিনি কাউকে সেই খবর জানাবেন না। আর তেমনটাই নাকি ঘটেছে। 

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘মিশরে নওরানকে বিয়ে করেছেন ভিভিয়ান। একদম ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয় দুজনের। নওরানের ধর্মবিশ্বাসের প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল ভিভিয়ান, সেই নিয়মেই বিয়ে হয়েছে’। অপর এক সূত্র জানিয়েছে, ‘এক বছর ধরে এক ছাদের তলায় থাকছে দুজনে। আর ভিভিয়ান যেমন পুরোনো চিন্তাধারার ছেলে তাতে বিয়ে না করে ও কোনও মেয়ের সঙ্গে সহবাস করবে না’। লোখান্ডওয়ালার এক অ্যাপার্টমেন্টে ভিভিয়ান-নওরানের সংসার। এই ব্যাপারে হিন্দুস্তান টাইমসের তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয়ে তিনি সোজা বলেন, ‘আমার পিআর টিমের সঙ্গে যোগাযোগ করুন’। পরে আর কোনও জবাব দেননি তিনি। অন্যদিকে অভিনেতার মুখপাত্রও কোনওরকম মন্তব্য করতে অস্বীকার করেছেন। 

গত বছর এক সাক্ষাৎকারে ভিভিয়ান জানিয়েছিলেন এক সাক্ষাৎকারের সূত্রে নওরানের সঙ্গে আলাপ তাঁর। এরপর বন্ধুত্ব গড়ায় প্রেম পর্যন্ত। সাড়ে চার বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। প্রসঙ্গত, ‘প্যায়ার কি ইয়ে এক কাহানি’র সেটে সহ-অভিনেত্রী ভাবিজ দোরাবজির প্রেমে পড়েছিলেন ভিভিয়ান। মাত্র ২১ বছর বয়সে কো-স্টারকে বিয়ে করেন তিনি। তবে চার বছরের মধ্যেই আলাদা হয় তাঁদের পথচলা। যদিও দুজনের আইনি বিচ্ছেদ হয়েছে ২০২১-এর ডিসেম্বরে। ‘প্যায়ার কি ইয়ে এক কাহানি’র পাশাপাশি কালার্স চ্যানেলে ‘মধুবালা’, ‘শক্তি: অস্তিত্ব কে এয়সাস কী’, ‘সিরফ তুম’-এর মতো মেগা সিরিয়ালের লিড চরিত্রে দেখা গিয়েছে ভিভিয়ানকে। রিয়ালিটি শো-এরও পরিচিত মুখ তিনি। ‘ঝলক দিখলা জা’, ‘খতরোকে খিলাড়ি’র মতো শো-এর প্রতিযোগি হিসাবে দেখা গিয়েছে তাঁকে। 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।