Entertainment

‘অনুপ্রেরণা জোগাতেন…’, সতীশের মৃত্যুতে দরদি ব্লগ পোস্টে স্মৃতিচারণ অমিতাভের

৯ মার্চ ভোর রাতে মারা যান সতীশ কৌশিক। হোলি উপলক্ষ্যে দিল্লি এসেছিলেন তিনি। সেখানেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বলিউডের প্রিয় ক্যালেন্ডারের চলে যাওয়াকে মানতে পারেননি অনেকেই। তাঁর প্রিয় বন্ধু অনুপম খের তো রীতিমত ভেঙে পড়েন। সলমন খান থেকে কার্তিক আরিয়ান সহ অনেকেই তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। এবার অমিতাভ বচ্চনও তাঁকে নিয়ে একটি লেখা লিখলেন নিজের মনের কথা জানিয়ে।

বিগ বি তাঁর সাম্প্রতিক ব্লগে সতীশ কৌশিককে শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার, ১০ মার্চ অমিতাভ তাঁর ব্লগে লেখেন, ‘আমরা আবার একজনকে হারালাম। একজন প্রাণবন্ত সঙ্গী, দুর্দান্ত শিল্পী তাঁর কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন চলে গেল। সতীশ কৌশিক, তোমার সঙ্গে কাজ করা মানেই দারুণ অনুপ্রেরণা পাওয়া, এবং অনেক কিছু শিখতে পারা। আমার প্রার্থনা রইল।’

বড়ে মিয়া ছোটে মিয়া ছবিতে বলিউডের শাহেনশাহর সঙ্গে কাজ করেছিলেন ক্যালেন্ডার। বৃহস্পতিবার অভিনেতার মৃত্যুর পর তাঁর বাড়িতেও যান বিগ বি। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় তিনি ক্রন্দনরত অনুপম খেরকে জড়িয়ে ধরে আছেন। অনুপমই তাঁর বন্ধুর চলে যাওয়ার কথা সবার আগে প্রকাশ্যে আনেন।

অমিতাভ বচ্চন নিজেও বেশ অসুস্থ। গত রবিবার তিনি জানান যে তাঁর বুকের কার্টিলেজ ভেঙেছে একটি শুট করতে গিয়ে। বর্তমানে তিনিও রেস্টে আছেন। প্রজেক্ট কের শ্যুটিং করতে গিয়েই তিনি আহত হন।

টুইট করে অভিনেতা এই প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘হায়দ্রাবাদে প্রজেক্ট কের শ্যুটিং করার সময় আহত হই। বুকের পাঁজরের কার্টিলেজ ভেঙেছে, মাংস ছিঁড়ে গিয়েছে। শুট ক্যানসেল করে দিয়েছি। চিকিৎসক দেখিয়েছি। সিটি স্ক্যান হয়েছে হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে। এখন বাড়ি ফিরে যাচ্ছি।’

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।