‘ঢাই কিলো কা হাত’-এর মালিক সানি দেওলের ভক্ত সংখ্যা অগুণতি। নব্বইয়ের দশকের এই অ্যাকশন স্টারের ফ্যানেরা শুধু ইন্ডিয়াতেই নয়, ছড়িয়ে রয়েছে সারা বিশ্বে। কিন্তু আমচকাই যদি সানি দেওল আপনার সামনে চলে আসেন, তাহলে? চিনতে পারবেন নায়ককে?
আপতত ‘গদর ২’র প্রচারে ব্যস্ত অভিনেতা। এই ছবির সঙ্গেই দু-দশক পর তারা সিং ফিরছে রুপোলি পর্দায়। এর মাঝেই নিজের ইনস্টাগ্রামে একটি মজার ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন অভিনেতা। মহারাষ্ট্রের আহেমদনগরে ‘গদর ২’-এর শ্যুটিং চলাকালীন এই ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে। ভিডিয়োয় এক সরল সাধাসিধে গ্রামবাসীকে গোরুর গাড়িতে কিছু মাল বোঝাই করে নিয়ে যেতে দেখা গেল। যাওয়ার পথে সানির টিমের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন ওই ব্যক্তি। শুরুতেই ওই গোরুর গাড়ির চালক জানান, পশুদের খাওয়ার জন্য় জোয়ারের ভুসি নিয়ে যাচ্ছেন। এরপর ধীরে ধীরে ওই ব্যক্তির দিকে এগিয়ে যান সানি। হাতও বাড়ান। সানিকে দেখে , ‘স্যার কেমন আছেন?’ এই প্রশ্নও করতে দেখা যায় ওই গ্রামবাসীকে। কিন্তু তখনও পুরো ব্যাপারটা ঠাওর করে উঠতে পারেননি তিনি। সানি গোরুর গাড়ির আরও খানিক কাছে গেলে, একজন পাশ থেকে বলে, ‘স্যার বসতে পারে?’ চালকও সম্মতি জানান। এরপর বলেন, ‘আপনাকে দেখে সানি দেওলের মতো লাগছে’। এরপর খানিক হেসে সুপারস্টার জানান, ‘আমিই সানি দেওল’। ব্যাস! হতভম্ব হয়ে যান ওই গোরুর গাড়ির চালক। এরপর নিজেকে খানিক সামলে নিয়ে বলেন, ‘আরে আমি আপনার পিতাজির অনেক ভিডিয়ো দেখি’।
এই মিষ্টি ভিডিয়ো দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের। সানির ব্যবহারে মুগ্ধ সকলেই। এই ছোট্ট আলাপ ওই ব্যক্তির জন্য কতটা খাস সেই নিয়ে জোর চর্চা সানি ভক্তদের মধ্যে। অনেকেই ওই গোরুর গাড়ির চালককে ‘সৌভাগ্যবান’ বলে উল্লেখ করেন। একজন লেখেন, ‘সানি পাজি-র মনটা খুব বড়’। অপর একজন লেখেন, ‘অসাধারণ একটা ভিডিয়ো, একদম মেকি নয়। সহজ-সরল-সুন্দর’।
২০০১ সালে মুক্তি পেয়েছিল পরিচালক অনিল শর্মার ‘গদর’। ২০২৩ সালে বড় পর্দায় এই ছবির সিকুয়েল মুক্তি পেতে চেলেছে। ফের একবার সানি-অমিশা জুটিকে রুপোলি পর্দায় দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। বিশেষ অ্যাকশন হিরোর ভূমিকায় সানি দেওলকে আরও একবার দেখবার কথা ভেবেই উত্তেজিত ফ্যানেরা!
দেশভাগের প্রেক্ষাপটে তারা-সাকিনার প্রেমের গল্প উঠে এসেছিল ‘গদর’-এ। ছবির দ্বিতীয়ভাগে ধরা পড়বে এই জুটির পুত্র জিতে ওরফে চরণজিৎ-এর (উৎকর্ষ শর্মা) প্রেম কাহিনি। পরিচালক অনিল শর্মার ছেলে গদর-এ সানি-অমিশার ছেলের ভূমিকায় অভিনয় করেছিল, সিকুয়েলে হিরোর চরিত্রে থাকছে সে। উৎকর্ষের নায়িকার চরিত্রে থাকছেন সিমরত কৌর। চলতি বছর ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা এই ছবির।
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।