১৭ মার্চ মুক্তি পাচ্ছে কন্নড় ছবি ‘কব্জা’। যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন উপেন্দ্র রাও, কিচ্চা সুদীপ, শ্রিয়া শরণ সহ আরও অনেকে। নির্মাতাদের দাবি অ্যাকশন দৃশ্যে ভরপুর এই ছবি প্যান ইন্ডিয়াতেই সাফল্য পাবে। শুধু কন্নড় নয়, হিন্দি, তামিলস তেলুগু ভাষাতেও মুক্তি পাচ্ছে এই ছবি। এদিকে ছবি মুক্তির আগে ‘কব্জা’ টিমকে শুভেচ্ছা জানিয়ে ট্রোল হলেন বাংলার ‘বস’ জিৎ।
জিৎ লেখেন, ‘দেশের কিছু আশ্চর্যজনক প্রতিভা এবং সৃজনশীল ভাবনার অধিকারী কিছু মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটা আগামিকাল মুক্তি পাচ্ছে। আশা রাখছি দারুণ হবে।’নিজের টুইট উপেন্দ্র রাও, কিচ্চা সুদীপ, শ্রিয়া শরণকে ট্যাগও করেন অভিনেতা। এই পর্যন্ত তো ঠিকঠাকই ছিল, কিন্তু এই টুইটের কারণেই ট্রোল হতে হল জিতকে। জিতের উদ্দেশ্যে নেটপাড়ার কেউ কেউ লিখেছেন, অন্য টিমকে শুভেচ্ছা না জানিয়ে নিজের ছবি ‘চেঙ্গিজ’-এর প্রচার শুরু করা উচিত। অনুরাগীদের কেউ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘চেঙ্গিজের মুক্তি দিতে হবে না, নিজের কাছে রেখে দিন।’ অসংখ্য অনুরাগী ‘চেঙ্গিজ’-এর আপডেট জানার জন্য উদগ্রীব হয়ে লিখেছেন, ‘আপডেট কবে পাব?’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
আরও পড়ুন-‘আমার খানিকটা বিরাটের মতোই দেখতে, ওঁর বায়োপিক ভালো মানাবে’, বলছেন রামচরণ
আরও পড়ুন-‘মহারাজ একী সাজে…’, এবার দেবরাজ ইন্দ্রর বেশে আসছেন যিশু সেনগুপ্ত
উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।