Entertainment

‘অন্যরা যেন এত সময় না নেন’, বাবার বিরুদ্ধে যৌন হেনস্থার

সম্প্রতি বিজেপির জাতীয় এক্সিকিউটিভ কমিটির সদস্য খুশবু সুন্দর জানিয়েছেন তিনি তাঁর বাবার দ্বারা হেনস্থার শিকার হতেন। মাত্র ৮ বছর বয়স থেকেই তাঁর উপর যৌন নির্যাতন চালানো হতে বলেই অভিযোগ করেন অভিনেত্রী। এবার সেই প্রসঙ্গে আরও নানা তথ্য জানালেন।

প্রাক্তন তামিল অভিনেত্রী তথা বিজেপি নেত্রী জানান তিনি কোনও চমকপ্রদ তথ্য দেননি। বরং যা বাস্তব, যতটা বাস্তব সেটাই জানিয়েছেন। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি সম্প্রতি আবার এই বিষয় নিয়ে সরব হন।

ANI- অভিনেত্রী বলেন, ‘আমি কোনও চমকানোর মতো কথা বলিনি। আমি যা বলেছি সেটা সত্যি। আর সত্যি বলার জন্য আমি এতটুকু লজ্জিত নই। যিনি দোষ করেছেন, যিনি অপরাধী তাঁর লজ্জা পাওয়া উচিত। আমার অনেক বছর লেগে গিয়েছে এই বিষয়ে সরব হওয়ার জন্য। আমার মনে হয় কোনও মহিলা এমন কিছুর মুখোমুখি হলে তাদের সেই বিষয় নিয়ে কথা বলা উচিত।’

কী বলেছিলেন এর আগে অভিনেত্রী? মোজো স্টোরির জন্য দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন ‘আমার মাকে বিয়ের পর থেকে ভীষণ অত্যাচার সইতে হয়েছে। আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যিনি ভাবতেন বউ পেটানো বুঝি তাঁর জন্মগত অধিকার। ভাবতেন মেয়েকে যৌন হেনস্থা করাও বুঝি তাঁর অধিকারের মধ্যেই পড়ে। আমার উপর যৌন অত্যাচার শুরু হয় যখন আমার বয়স মাত্র ৮! ১৫ বছর বয়সে গিয়ে আমি এই বিষয়টা নিয়ে কিছু বলার সাহস জুগিয়ে উঠতে পারি।’

তিনি এই বিষয়ে আরও বলেন যে, এই কথা বললে নাকি কেউ তাঁকে বিশ্বাস করবেন না। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার একটাই ভয় ছিল, আমি ভাবতাম মাকে বললে বুঝি মা বিশ্বাস করবে না, কারণ আমি মাকে এমন অবস্থায় থাকতে দেখেছি যেখানে তাঁর অটুট বিশ্বাস ছিল যে যাই হয়ে যাক আমার স্বামী ঈশ্বরতুল্য। কিন্তু যখন আমার ১৫ বছর বয়স হল তখন আমি ঠিক করি যে অনেক হয়েছে আর না। এরপর থেকে আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করি।’

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।