Entertainment

‘অভিনেত্রীকে কেউ বিয়ে করে না,ওই জগতটা ভালো নয়’, কৃতির মুখের

তাঁর গালের টোল ঝড় তোলে লাখো পুরুষ হৃদয়ে। বলিউডের জেন ওয়াই অভিনেত্রীদের অন্যতম এই দীর্ঘাঙ্গী। তার উচ্চতা দেখে কমপ্লেক্সে ভোগেন হিরোরাও। কথা হচ্ছে বলি সুন্দরী কৃতি শ্যাননের। টাইগার শ্রফের সঙ্গে ‘হিরোপন্তি’ ছবির সঙ্গে রুপোলি সফর শুরু হয় কৃতীর। এরপর একাধিক হিট ছবির অংশ থেকেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে গ্ল্যামার জগতের মেয়েদের নিয়ে সমাজে প্রচলিত এক ভ্রান্ত ধারণা নিয়ে কথা বলতে শোনা গেল কৃতিকে। 

এমনিতে বরাবরই স্পষ্ট কথা বলতে ভালোবাসেন কৃতি। নায়িকার কথায়, তাঁর বয়সী মেয়েদের অনেক সময় শুনতে হয় শোবিজ দুনিয়ার মেয়েদের কেউ ঘরের বউ করে না, তাঁদের বিয়ে হয় না। শুরুতে এই কথা শুনে হেসে উড়িয়ে দিয়েছিলেন কৃতি। তিনি আরও বলেন, এই ইন্ডাস্ট্রি তাঁর জন্য নয়, এই কথাও বহুবার শুনেছেন তিনি। 

এক সাক্ষাৎকারে কৃতি জানান, ‘আমাকে অনেকবার বলা হয়েছে এই ইন্ডাস্ট্রি আমার জন্য নয়। এই দুনিয়াটাকে নিয়ে অনেকের ভাবনাচিন্তা একদম অন্যরকম। এই জগতটা নিয়ে লোকে খুব ইতিবাচক কিছু ভাবতে পারে না। বলে, এই দুনিয়াটা গ্ল্যামারাস কিন্তু ভালো নয়। তাঁরা এটাও বলেছেন, যে অভিনেত্রী হলে আর বিয়ে হয় না’। 

‘লুকা ছুপি’ অভিনেত্রী বলেন,’আমার গ্রুপের বন্ধুরা আমাকে বলেছিল, কেউ অভিনেত্রীকে বিয়ে করতে চায় না। তোরও বিয়ে হবে না। এমন নয় সেই কথাগুলো আমি সিরিয়ালসি নিয়েছিলাম। আমি তো হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার জেনারেশনের মানুষও এমনটা ভাবতে পারে’। 

কৃতির হাতে রয়েছে এখন একগুচ্ছ প্রোজেক্ট। রিয়া কাপুরের ‘দ্য ক্রিউ’, এই ছবিতে থাকছেন করিনা কাপুর, দলজিৎ দোসাঞ্জ এবং তাবু। এছাড়াও পুরোনো বন্ধু টাইগারের সঙ্গে ফের একবার পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে কৃতিকে। বিকাশ বহেলের ‘গণপথ’ মুক্তি পাবে এই বছর। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে কৃতির কেরিয়ারের অন্যতম চর্চিত প্রোজেক্ট ‘আদিপুরুষ’। এই ছবিতে ‘সীতা’ কৃতির নায়ক ‘রাম’ প্রভাস। জুটির অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে চর্চার শেষ নেই। বলিপাড়ার জোর গুঞ্জন প্রভাসের সঙ্গে নাকি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন ‘বরেলি কি বরফি’ নায়িকা। 

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।