১ মাসের মাথাতেই আচমকা থমকে গেল ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’-এর শ্যুটিং। উদ্বিগ্ন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। এখবর শুনে অনেকেরই প্রশ্ন হঠাৎ আবার কী ঘটল! কী হয়েছে সেকথা ফেসবুকে খোলসা করেছেন পরিচালক রামকমল। জানিয়েছেন ‘বিনোদিনী’ রুক্মিণী সহ টিমের বেশিরভাগ সদস্য ভাইরাল জ্বরে আক্রান্ত। রুক্মিণী সহ সকলের দ্রুত সুস্থতা কামনা করেছেন পরিচালক।
অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে ছবি পোস্ট করে রামকমল মুখোপাধ্যায় লেখেন, ‘টিম বিনোদিনী এক নাটির উপাখ্যানের সদস্যরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন! আপনারা যোদ্ধা, জাননি আপনারা সুস্থ হয়ে উঠবেন।’ রাম কমল আরও লেখেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে বিনোদিনী মূল অভিনেতা এবং টিমের অন্যান্য সদস্যরা শুটিংয়ে ভাইরাল জ্বরে আক্রান্ত। রুক্মিণী মৈত্রের সঙ্গে অসুস্থ আমার পুরো ডিরেক্টরিয়াল টিম, আমার আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম ডিপার্টমেন্ট এবং হেয়ার মেকআপ টিম। সকলেই এই ভাইরাল, জ্বরের মাত্রও বেশি। সকলেই চিকিৎসা এবং সতর্কতার মধ্যেই রয়েছেন। দ্রুত আরোগ্য কামনা করছি।’ সবশেষে পরিচালক লিখেছেন, ‘হরি গুরু, গুরু হরি।’
রুক্মিণী মৈত্র নিজেও ইনস্টাস্টোরিতে নিজের ১০২.২ জ্বরের কথা জানিয়েছেন। লেখেন ‘ডাউন অ্যান্ড ডেড।’
উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।