Entertainment

অসুস্থ রুক্মিণী-সহ টিম ‘বিনোদিনী’র একাধিক সদস্য, বন্ধ আপাতত ছবির শ্যুটিং

১ মাসের মাথাতেই আচমকা থমকে গেল ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’-এর শ্যুটিং। উদ্বিগ্ন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। এখবর শুনে অনেকেরই প্রশ্ন হঠাৎ আবার কী ঘটল! কী হয়েছে সেকথা ফেসবুকে খোলসা করেছেন পরিচালক রামকমল। জানিয়েছেন ‘বিনোদিনী’ রুক্মিণী সহ টিমের বেশিরভাগ সদস্য ভাইরাল জ্বরে আক্রান্ত। রুক্মিণী সহ সকলের দ্রুত সুস্থতা কামনা করেছেন পরিচালক।

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে ছবি পোস্ট করে রামকমল মুখোপাধ্যায় লেখেন, ‘টিম বিনোদিনী এক নাটির উপাখ্যানের সদস্যরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন! আপনারা যোদ্ধা, জাননি আপনারা সুস্থ হয়ে উঠবেন।’ রাম কমল আরও লেখেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে বিনোদিনী মূল অভিনেতা এবং টিমের অন্যান্য সদস্যরা শুটিংয়ে ভাইরাল জ্বরে আক্রান্ত। রুক্মিণী মৈত্রের সঙ্গে অসুস্থ আমার পুরো ডিরেক্টরিয়াল টিম, আমার আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম ডিপার্টমেন্ট এবং হেয়ার মেকআপ টিম। সকলেই এই ভাইরাল, জ্বরের মাত্রও বেশি। সকলেই চিকিৎসা এবং সতর্কতার মধ্যেই রয়েছেন। দ্রুত আরোগ্য কামনা করছি।’ সবশেষে পরিচালক লিখেছেন, ‘হরি গুরু, গুরু হরি।’

রুক্মিণী মৈত্র নিজেও ইনস্টাস্টোরিতে নিজের ১০২.২ জ্বরের কথা জানিয়েছেন। লেখেন ‘ডাউন অ্যান্ড ডেড।’



<p>‘বিনোদিনী’ রুক্মণী মৈত্রর জ্বর</p>
<p>” src=”https://images.hindustantimes.com/bangla/stati/images/static/1x1_img.gif” /></p>
<p>‘বিনোদিনী’ রুক্মণী মৈত্রর জ্বর</p>
<p>এদিকে শ্যুটিং শুরু ঠিক আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র জানিয়েছিলেন বিনোদিনী হয়ে উঠতে তাঁকে কীভাবে চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে। জানান, আপাতত তিনি পুরোপুরি বিনোদিনীর মধ্যেই রয়েছেন। সকাল ৯-১১ টা পর্যন্ত নানান রকম প্রস্তুতি নেন তিনি। বিনোদিনী হয়ে উঠতে তিনি সুদীপ্তা চক্রবর্তীর কাছে অ্যাক্টিং ওয়ার্কশপ করেছেন নিয়মিত, সঙ্গে চলেছে নাচের রিহার্সাল। বিনোদিনীর প্রস্তুতি নেওয়ার কারণে তিনি কাজের বাইরে বিশেষ কোথাও যাচ্ছেন না। তাঁর কথায়, ‘বিনোদিনীকে যত চিনছি নারী হিসাবে গর্ব হচ্ছে।’</p>
<p>পরিচালক পরিচালক রাম কমল মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ‘বিনোদিনীর যুগকে পুনর্নির্মাণ করা ভীষণই কঠিন একটা কাজ। যেহেতু বিনোদিনীর আসল ছবি সংরক্ষিত নেই, তাই বিনোদিনীর শাড়ির ফ্যাব্রিক বা এমনকি ওঁর গয়নার ডিজাইন উদ্ধার করা কঠিন ছিল।সেই নকশা এবং ফ্যাব্রিক বের করতে প্রায় তিন সপ্তাহ কাজ করেছে আমার টিম।’</p>
<p>  <small>এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর <a href=উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।