Entertainment

অস্ট্রেলিয়ায় জমি সহ অস্কার নমিনিরা ১ কোটি টাকার গিফট ব্যাগে

ভারতীয় সময় অনুযায়ী ১৩ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল ৯৫তম আকাদেমি পুরস্কার। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইন্ডিপেন্ডেন্টের সূত্রে জানানো হয়েছে যাঁরা বিজয়ীর তালিকায় জায়গা করত পারলেন না অথচ নমিনেশন পেয়েছিলেন তাঁরা এভরিওয়ান উইনস গিফট ব্যাগ পেয়েছেন যার মূল্য ভারতীয় টাকায় ১.০৩ কোটি টাকা।

এই এভরিওয়ান উইনস গিফট ব্যাগটি প্রতি বছর অস্কারে যাঁরা মনোনীত হন তাঁদের কনসোলেশন প্রাইজ হিসেবে দেওয়া হয়। এটা মূলত মূল বিভাগগুলোর মনোনীত প্রার্থীদের দেওয়া হয়ে থাকে, অর্থাৎ সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা, সেরা সহ অভিনেতা, সেরা সহ অভিনেত্রী বিভাগ। লস অ্যাঞ্জেলেসের একটি কোম্পানি ডিসটিঙ্কটিভ অ্যাসেট এই গুডি ব্যাগগুলো দিয়ে থাকেন। তবে এই মার্কেটিং সংস্থা কিন্তু কোনও ভাবেই অস্কারের সঙ্গে যুক্ত নয়, তবুও ২০০২ সাল থেকে এই গিফট ব্যাগগুলো দিয়ে আসছে।

কী কী থাকে এই গিফট ব্যাগগুলোতে?

গার্ডিয়ান জানিয়েছে যে অস্কারের এই গিফট ব্যাগগুলোতে জাপানিজ মিল্ক ব্রেড থেকে ইতালির একটি দ্বীপে ভ্রমণ থেকে কসমেটিক ট্রিটমেন্ট, অস্ট্রেলিয়ায় একটি প্লট সহ আরও অনেক কিছু মিলবে। এখানে মোট ৬০টি উপহার থাকে।

অস্কার নমিনিরা একটি ইতালিয়ান লাইটহাউজে মোট ৮ জনকে নিয়ে গিয়ে থাকতে পারেন। এই উপহারের দাম ৭.৩ লাখ টাকা। এছাড়া এখানে ৩২.৭ লাখ টাকার একটি ১০ একর কানাডিয়ান জমি, দ্য লাইফস্টাইল উপহার হিসেবে পাওয়া যায়। এমনটাই জানা গিয়েছে ফোর্বসের তরফে।

ইতালিয়ান লাইটহাউজ হচ্ছে একটি ইউনিক জায়গা যা মূলত তারকাদের ব্যক্তিগত সময় কাটানোর জন্যই বানানো হয়েছে। এমনটাই জানিয়েছেন দ্য ডিসটিঙ্কটিভ অ্যাসেটের প্রতিষ্ঠাতা, ল্যাশ ফ্যারি। তিনি আরও বলেন, এটা ভীষণই ব্যক্তিগত একটি জায়গা যা ইতালির একটি দ্বীপের পাড়ে অবস্থিত।

এছাড়া ২৫,০০০ ডলারের প্রজেক্ট ম্যানেজমেন্ট ফিজ পাবেন তাঁরা তাঁদের বাড়ি ঠিক করার জন্য। এই টাকা মেইসন কনস্ট্রাকশনের তরফে দেওয়া হয়। এছাড়া চুল ঠিক করা, ফেস লিফট করা, ইত্যাদির মতো একাধিক কসমেটিক সার্জারির জন্য ৪১,০০০ ডলারের উপহার পাবেন।

এছাড়া জাপানিজ মিল্ক ব্রেড মিলবে এই ব্যাগে যার মূল্য ১৮ ডলার। সঙ্গে থাকবে এক প্যাক ক্লিফ থিন যার দাম ১৩.৫৬ ডলার।

কিন্তু কেন পুরস্কার দেওয়া হয় নমিনিদের?

দ্য ডিসটিঙ্কটিভ অ্যাসেটের কর্ণধার জানান ‘আমরা ভেবেছিলাম কী করে কিছু না করেও আকাডেমির সঙ্গে যুক্ত না থেকেও কিছু করতে পারি। তখন ঠিক করি আমরা নমিনিদের উপহার দিতে পারি। অর্থাৎ তাঁরা হেরে গেলেও তাঁরা এই দুর্দান্ত উপহার পাওয়ার যোগ্য। আর যদি তাঁরা অস্কার জেতেন তাহলে সেটা চেরি অন দ্য টপ হবে।’

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।