Entertainment

‘অ্যানিমালের পর আর কিছু সাইন করিনি’, সিনেমা থেকে বিরতি নিয়ে

সঞ্জু (২০১৮) মুক্তির পর প্রায় চার বছর রুপোলি পরদা থেকে দূরে ছিলেন রণবীর কাপুর। ২০২২ সালে রণবীরের দুটি ছবি মুক্তি পায়, ‘শামশেরা’ আর ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’। সঙ্গে তিনি ‘রকেট গ্যাং’ এবং ‘গোবিন্দা নাম মেরা’ ছবিতে ক্যামিও করেছেন। অভিনেতা সম্প্রতি শেয়ার করেছেন যে তার পরবর্তী দুটি ছবি মুক্তির পরে, তিনি একজন অভিনেতা হিসাবে কোথায় দাঁড়িয়েছেন তা দেখার জন্য বিরতি নিতে চান।

২০২২ সালে যে রণবীরের একাধিক সিনেমা হলে এসেছে তা নয়, সঙ্গে তিনি বিয়ে করেছেন আর বাবাও হয়েছেন। এখন আলিয়া ভাটের সঙ্গে চুটিয়ে করছেন সংসার। সঙ্গে মেয়ে রাহার দায়িত্বও তো রয়েছে কাঁধে। তার লাভ রঞ্জন পরিচালিত রম-কম ‘তু ঝুটি ম্যায় মাক্কর’ বুধবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিতে প্রথমবার শ্রদ্ধা কাপুরের বিপরীতে জুটি বাঁধলেন তিনি।

সিনেমাটির প্রচার করার সময়, অভিনেতা জানিয়েছেন তাঁর হাতে থাকা কাজগুলি শেষ করার পর এখনই নতুন করে আর কোনও প্রোজেক্ট সাইন করবেন না। OODTiMES-কে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘আমি অ্যানিমাল-এর পরে আর কিছুতেই সাইন করিনি। আমি এখনও কোনও ছবিতে সাইন করিনি এবং আমি কিছু খুঁজছিও না। আমি একটু বিরতি নিতে চাই।’

এর কারণও বুঝিয়ে দেন রণবীর খুব সুন্দর করে। বলেন, ‘আমি মনে করি মহামারীর পর সিনেমা শিল্পে বদল আসছে। গল্প থেকে বাজেট, অভিনেতাদের ফি– সব কিছুতেই পরিবর্তন আসা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রি একটি সংশোধন পর্বের মধ্য দিয়ে যাচ্ছে এবং আমি মনে করি পরবর্তীতে আমরা ফের নিজের পায়ে দাঁড়াতে পারব।’

২০০৭ সালে সঞ্জয় লীলা বানশালির সাওয়ারিয়াতে সোনম কাপুরের বিপরীতে রণবীর কাপুর পা রাখেন বলিউডে। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেনি কারণ এটি শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ফারাহ খানের ওম শান্তি ওমের বিপরীতে ছিল। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পারিবারিক গল্প অ্যানিমাল ১১ আগস্ট, ২০২৩-এ মুক্তি পাবে৷ ছবিতে আরও অভিনয় করেছেন রশ্মিকা মন্দনা, অনিল কাপুর, ববি দেওল এবং তৃপ্তি দিমরি৷

 

(————– সমাপ্ত ————–)

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।