Entertainment

আইসিইউতে মালয়ালম অভিনেতা বালা, করাতে হবে লিভার প্রতিস্থাপন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা বালা। মালয়ালম এবং তামিল ইন্ডাস্ট্রির পরিচিত নাম তিনি। লিভারে জটিলতা এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগের কারণে সোমবার সন্ধ্যায় কোচির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বর্তমানে অমৃতা হাসপাতালে আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় অভিনেতার অবস্থা স্থিতিশীল ছিল এবং তাঁকে আরও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। অভিনেতার লিভারের প্রতিস্থাপন করা হবে। অভিনেতা বালার স্ত্রী, ভাই তথা জনপ্রিয় তামিল পরিচালক শিব এবং পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে তাঁর সঙ্গেই রয়েছেন। ⦾ ডিপ নেকলাইনে উঁকি দিচ্ছে বক্ষযুগল, হট পিঙ্ক গাউনে নিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দিলেন প্রিয়াঙ্কা

মঙ্গলবার সকালে অভিনেতার প্রাক্তন স্ত্রী এবং গায়িকা অমরুতা সুরেশ এবং তাঁদের মেয়ে অবন্তিকা বালাকে দেখতে এসেছেন হাসপাতালে। বিনোদন জগতের অনেক বিশিষ্ট ব্যক্তিরাও তাঁকে দেখতে আসেন। বালাকে দেখার পর চিকিৎসক উন্নি মুকুন্দন জানিয়েছেন, অভিনেতার অবস্থা স্থিতিশীল। 

বালাকে সম্প্রতি মালয়ালম সিনেমা ‘শেফিক্কিন্টে সন্তোষাম’-এ দেখা গিয়েছে। ছবিটি পরিচালনা করেছেন এবং লিখেছেন অনু পান্ডালম। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। এর আগে রজনীকান্ত পরিচালিত ‘অন্ন’ (২০২১) ছবিতেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে অভিনেতা বালার হাতে ‘বিলাল’ এবং ‘স্থালাম’ নামে দুটি নতুন প্রজেক্ট রয়েছে। 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।