‘RRR’-এর ‘নাটু নাটু’ দৌলতে দেশে এসেছে অস্কার। তাই এই মুহূর্ত ছবির অভিনেতা রামচরণ অতি পরিচিত নাম। আপাতত তাই চর্চার মধ্যেই রয়েছেন তিনি। কিন্তু এসবের মাঝেই নিজেকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করে ফেললন রামচরণ। শুধু তুলনাই নয়, বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
কী ধরনের ছবি করতে চান? এমন প্রশ্নে রামচরণ বলেন, তিনি খেলাধুলোা নিয়ে তৈরি কোনও ছবিতে এবার কাজ করতে চান। ক্রীড়া-ভিত্তিক কোনও ছবিতে তাঁর এখনও কাজ করে ওঠা হয়নি, এটা তাঁর অনেক দিনের ইচ্ছে। কোন খেলোয়াড়ের চরিত্রে কিংবা বায়োপিকে অভিনয় করতে চাইবেন? প্রশ্ন করা হলে রামচরণ বলেন, তিনি বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করতে চান।রামচরণের কথায়, ‘আমার মনে হয় আমাকে বিরাটের মতো খানিকটা দেখতে, তাই ওঁর চরিত্রে ভালো মানাবে।’ বিরাট কোহলির প্রশংসা করে রামচরণ বলেন, ‘বিরাট দারুণ, আমায় অনুপ্রেরণা দেয়। যদি ওঁর বায়োপিকে কাজ করার সুযোগ পাই, তাহলে দারুণ হবে বলে মন্তব্য করেন রামচরণ।’
আরও পড়ুন-অরিজিৎ সিং-এর ‘কেশরিয়া’ গেয়ে ভাইরাল স্নেহদীপ, প্রশংসা করলেন খোদ প্রধানমন্ত্রী
আরও পড়ুন-দু’দিন হল বিয়ে হয়েছে অলানার, বউভাতের দিনই অনন্যা পাণ্ডে বলছেন, ‘মাসি হতে তৈরি..’
উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।