Entertainment

উইল বানিয়ে ফেললেন নাকি রণবীর! ‘কাপুরদের উত্তরাধিকার’ রাহাকে দিতেই এই

তিন মাসের মেয়ে রাহাকে নিয়ে বর্তমানে বড়ই ব্যস্ত রণবীর কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তো তাঁকে বলতেও শোনা গিয়েছে, মেয়েকে ছেড়ে আজকাল তাঁর আর কাজে যেতেও মন চায় না। গত বছর এপ্রিলেই আলিয়াকে বিয়ে করেন রণবীর। এরপর দু মাস হতে না হতেই দেন সন্তান আসার খবর। এরপর নভেম্বরে মেয়ের জন্ম দেন তাঁরা। ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন কীভাবে প্রথম সন্তান হওয়ার আগে তাঁর চার্টাড অ্যাকাউন্টেন্ট এসে কীভাবে তাঁকে উইল বানানোর প্রস্তাব দিয়েছিলেন। 

রাহার জন্মের আগে গত বছর ফিল্ম কম্প্যানিয়নের তরফে একটি সাক্ষাৎকারে রণবীরকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি বাবা হতে চলেছেন বলে তিনি কাপুর পরিবারের উত্তরাধিকার নিয়ে ভাবছেন কি না। উত্তরে কাপুর-নন্দন জবাব দেন, ‘‘আমি মনে করি উত্তরাধিকার এমন একটি বিষয় যা আপনি তখনই উপলব্ধি করেন যখন আপনি অবসর নিচ্ছেন। এটা আমার জন্য খুব তাড়াতাড়ি… আমি জানি আমার সিএ-ও কয়েক মাস আগে আমার কাছে এসেছিল, আমাকে জিজ্ঞেস করেছিল, ‘আমরা কি উইল করার কথা ভাবছি?’ আমি তো শুনেই ঘাবড়ে গিয়েছিলাম, ‘উইল?’ আমার ভয় লাগতে শুরু করে যে আমি কি মারা যাচ্ছি? এই বয়সে আমি কেন উইল করব?’’ ⦾ ‘বিয়ে নিয়ে নাটক!’ ডিভোর্স বিতর্কের মাঝেই জন্মদিনে মাখোমাখো প্রেম রাজীব-চারুর

সঙ্গে জুড়ে দেন, ‘সুতরাং, সত্যি হল এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা করার দরকার নেই। এই মুহূর্তে আমি কেবল একটি সন্তান হওয়ার অপেক্ষায় আছি। তা নিয়ে উত্তেজনা, সন্তানের সঙ্গে জীবনযাপন করার, আমি কেমন বাবা হব তা নিয়েও ভাবছি।’ ⦾ নেই ব্লাউজ, খোলা পিঠে ‘বনেদি বাড়ির বউ’ বেশে দেবলীনা! ‘লজ্জা’র পাঠ পড়াল নেটিজেন

রণবীর বর্তমানে তার নতুন ছবি ‘তু ঝুটি মে মক্কার’-এর প্রচারে ব্যস্ত। ৮ মার্চ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। লাভ রঞ্জন পরিচালিত ছবিতে তিনি শ্রদ্ধা কাপুরের সঙ্গে অভিনয় করেছেন। যাতে রয়েছেন ডিম্পল কাপাডিয়া, বনি কাপুরও রয়েছেন।

এর পাশাপাশি রাহার বাবাকে এরপর দেখা যাবে ‘অ্যানিমাল’ ছবিতে। এতে রশ্মিকা মন্দানা, অনিল কাপুর, ববি দেওল এবং সৌরভ শুক্লা অভিনয় করেছেন এবং ১১ আগস্ট ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

(————– সমাপ্ত ————–)

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।