Entertainment

উজ্জয়িনীর মহাকাল জ্যোতির্লিঙ্গ মন্দিরে দর্শন সারলেন বিরাট-অনুষ্কা, দিলেন পুজোও

অনুষ্কার শর্মা এবং বিরাট কোহলিকে ফের তীর্থক্ষেত্রে যেতে দেখা গেল। আর কিছুদিন পরেই ভারত অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। তার আগেই তাঁরা মধ্যপ্রদেশের মহাকাল জ্যোতিরলিঙ্গ মন্দিরে গেলেন।

অনুষ্কা সংবাদমাধ্যমকে পরে এই বিষয়ে জানান, ‘আমরা এখানে মহাকাল মন্দিরে প্রার্থনা জানাতে এবং দর্শনের জন্য এসেছি।’ কিছুদিন আগেই ভারত অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় টেস্ট ম্যাচ হেরে গিয়েছে। আগামী ৯ মার্চ থেকে চতুর্থ ম্যাচ শুরু হচ্ছে, তার আগেই তাঁদের এখানে দেখা যায়।

মহাকাল মন্দিরে তাঁরা যে প্রার্থনা জানাতে গিয়েছিলেন সেখানকার একাধিক ভিডিয়ো এবং ছবি ভাইরাল হয়ে যায়। তাঁদের মন্দিরের দরজার কাছে অন্যান্য ভক্তদের সঙ্গে বসে থাকতে দেখা যায়।

অভিনেত্রী যখন সাংবাদিকদের মুখোমুখি হন ইশ্বর দর্শনের পর তখন তাঁর কপালে এদিন টিকাও দেখা যায়।

অনুষ্কা এদিন একটু গোলাপি রঙের শাড়ি পরেছিলেন। তাঁর পাশে বিরাটকে সাদা ধুতি গেঞ্জি পরে বসে থাকতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিয়োতে মন্দির চত্বরে তাঁদের সঙ্গে আরও অনেক দর্শনার্থীদের দেখা যায়। অভিনেত্রী একদম মন্দিরের দরজার সামনে বসেছিলেন।

 

এই বিষয়ে উল্লেখযোগ্য, গত সপ্তাহে অনুষ্কা এবং বিরাট চর্চার মধ্যে উঠে এসেছিলেন। বিরাট সম্প্রতি অনুষ্কাকে নিয়ে একটি বড় মন্তব্য করেন। তিনি তাঁর বেটার হাফের প্রশংসা করে বলেন মা হিসেবে অভিনেত্রী ঠিক কী কী আত্মত্যাগ করেছেন। তাঁর কথা অনুযায়ী গত দুই বছরে অনুষ্কা অনেক কিছু ছেড়ে দিয়েছেন কেবল সন্তানের খাতিরে। তাই বিরাট জানান তিনি তাঁর স্ত্রীর দিকে যখন তাকান তখন তাঁর জীবনে থাকা সমস্যাগুলোকে আর সমস্যা বলে মনে হয় না।

অন্যদিকে আগামীতে অনুষ্কাকে ঝুলন চরিত্রে দেখা যেতে চলেছে। তাঁর নতুন ছবি চাকদা এক্সপ্রেস মুক্তি পাচ্ছে শীঘ্রই। যদিও কবে এই ছবি ওটিটি মাধ্যমে আসবে সেটা জানা যায়নি। এই প্রথমবার তিনি পর্দায় কোনও খেলোয়াড় তথা ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে চলেছেন।

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।