Entertainment

একাধিক পুুরুষের সঙ্গে সেক্স করা মেয়ে তরুণ প্রজন্মের আইকন হতে

বলিউডের অন্যতম ঠোঁটকাটা ব্যক্তিত্ব সোনা মহাপাত্র। বলিউডের লিঙ্গ বৈষম্য নিয়ে বারবার ফুঁসে উঠেছেন গায়িকা, আবার কখনও যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত সাজিদ খানের বিগ বসে অংশগ্রহণের সরাসরি প্রতিবাদ জানিয়েছেন। কিছুদিন আগেই শেহনাজ গিলকে লক্ষ্য করে বিস্ফোরক টুইট করেছিলেন সোনা। এবার ‘বেদরদি রাজা’ খ্যাত গায়িকার নিশানায় জ্যাকনিল ফার্নান্ডিজ। 

২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় জেলবন্দি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের একাধিক ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসবার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন এই বলি সুন্দরী। একদিকে যেমন দিল্লি পুলিশ ও ইডির সাঁড়াশি চাপ জারি থেকেছে জ্যাকলিনের উপর, তেমনই সোশ্যাল মিডিয়াতেও কটূক্তির বন্যা। যদিও তাতে জ্যাকলিনের কেরিয়ার খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। পুরোদমে বলিউডে কাজ করে চলেছেন এই শ্রীলঙ্কান সুন্দরী। এবার সোনা মহাপাত্র নায়িকাকে বিঁধে বলে বসলেন, জ্যাকলিন কখনই তরুণ প্রজন্মের আদর্শ হতে পারে না। 

সোনা মহাপাত্রর কথায়,’প্রত্যেকের জীবনে আইকন থাকাটা জরুরি। তবে তুমি কখনই চাইবে না এমন আইকন যে একাধিক পুরুষের সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত হয়, দামি দামি উপহার গ্রহণ করে, এবং যার জনপ্রিয়তা শুধুমাত্র সুন্দরী আর ফর্সা হওয়ার দরুণ। তোমার দরকার (এমন আদর্শ) যার মধ্যে প্রকৃত সত্ত্বা রয়েছে। অভিনেত্রীকে অনুসরণ করতে চান? আলিয়া ভাটকে বাছুন না, কিংবা তাবুকে অথবা এমন কয়েক শো অভিনেত্রী রয়েছেন যাঁরা সত্যি যোগ্য নিজের কাজে। কোনও সঙ্গীতশিল্পীকে নিজের আদর্শ বানাতে চান? শ্রেয়া ঘোষালকে বাছুন, অথবা নুরান সিস্টার্সদের, আরও অনেক শিল্পীরা রয়েছে যারা মঞ্চে লাইভ গান করেন, লিপ সিঙ্কের দরকার হয় না তাঁদের’। 

সোনার কথায় সুবিধাবাদী নারীদের উচিতশিক্ষা দেওয়াটা জরুরি। তাঁদের মুখোশ টেনে খুলতে হবে যাঁরা শুধুমাত্র নাম-যশের পিছনে দৌড়ায়, নিজেদের প্রতিষ্ঠিত করতে যৌন হেনস্থাকারীদের সঙ্গ দিতেও পিছপা হয় না। প্রসঙ্গত, বিগ বসের সদ্য সমাপ্ত সিজনে সাজিদ খানের অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হলে সাজিদের স্বপক্ষে মুখ খুলেছিলেন শেহনাজ। এরপরই সোনার রোষ গিয়ে পড়ে প্রাক্তন বিগ বস প্রতিযোগির উপর। শেহনাজকে নিয়ে টুইট করতেই এই সোশ্যাল মিডিয়া সেনসেশনের ভক্তরা ট্রোল করতে শুরু করেন সোনাকে। নারীবাদ নিয়েও নিজের ধারণা স্পষ্ট করেন ‘রোটি মেশিন’ গায়িকা। লিঙ্গ বৈষম্যের বিরোধিতা মানে নারীদের জন্য বাড়তি সুবিধা চাওয়া নয়। 

আরও পড়ুন-এয়ারপোর্টে সারার সঙ্গে একী করলেন প্রৌঢ়! চরম লজ্জার মুখে সইফ কন্যা, দেখুন ভিডিয়ো

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।