বহু হিট ছবির নাকিয়া তিনি, পরবর্তী সময়ে ‘ব্ল্যাক’-এর মিশেলের চরিত্র অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন রানি মুখোপাধ্যায়। পরে ‘মর্দানি’, ‘হিচকি’-র মতো ছবিগুলিকে একাই বক্স অফিসে সাফল্যের দোরগোড়ায় টেনে নিয়ে গিয়েছেন। ফের দর্শক দরবারে হাজির হচ্ছেন বস্তব ঘটনা অবলম্বনে তৈরি ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ ছবির হাত ধরে। যেটি মুক্তি পাচ্ছে আগামী ১৭ মার্চ। আবারও নারী কেন্দ্রিক ছবিতে চমকে দিতে চলেছেন তিনি ট্রেলার দেখে এমনই আশা ফিল্ম সমালোচকদের।
তবে ছবির প্রচারে নিজের ব্যক্তিগত জীবন, মাতৃত্ব নিয়েও মুখ খুলেছেন রানি। তাঁর কথায়, ‘আদিরার জন্মের পর মানুষ হিসাবে আমি সম্পূর্ণ বদলে গিয়েছে, আর একথা অনেকেই আমায় বলেছেন। আমি আত্ম-বিশ্লেষণ করছি না। তবে আমার স্বামী আদিত্য প্রায়ই বলেন আদিরার জন্মের আগে আমি যেমনটি ছিলাম তেমন আর নেই। সুতরাং, আদিরার আগে আদিরার পরে রানি দুইরকম মানুষ। আমার মনে হয় বেশিরভাগ মায়ের ক্ষেত্রেই এমনটা হয়। কারণ মা হওয়ার আগে পর্যন্ত আমরাও কারোর মেয়ে এবং মা হওয়ার পর আমরা শুধুই মা। মাতৃত্বের প্রথম দিন থেকেই শরীর বদলে যায়, এছাড়াও মানসিক,আবেগের বদল তো ঘটেই। আপনি তখন এমন একজনে রূপান্তরিত হন যিনি অনেকবেশি দায়িত্বশীল, নিজের থেকে অন্য একটি জীবন নিয়ে বেশি সচেতন হয়ে ওঠেন।’
উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।