Entertainment

‘এমন দু’-একজনের সঙ্গে সম্পর্ক ছিল…!’, প্রেম নিয়ে আছে কড়া শর্ত,

হোমপেজএক নজরে সব খবর ভোটযুদ্ধবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreelekha Mitra: ‘এমন দু’-একজনের সঙ্গে প্রেম করেছি…!’, প্রেম নিয়ে আছে কড়া শর্ত, জানালেন শ্রীলেখা Updated: 07 Mar 2023, 02:20 PM IST Tulika Samadder

শেয়ার করুন

জানুয়ারিতেই গিয়েছিলেন ঢাকা সফরে। আর সেখানে এক সংবাদমাধ্যমের সঙ্গে আড্ডা জমান প্রেম-ভালোবাসা নিয়ে। প্রেমিক হতে গেলে কী শর্ত মানতে হবে সেটাও জানান তিনি। 

1/5একসময় চুটিয়ে কাজ করেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে। তবে এখন একটু বাছবিছার করেই প্রোজেক্ট হাতে নেন। এখন আর তিনি শুধু অভিনেত্রী নন, পরিচালক-প্রযোজকও। কথা হচ্ছে শ্রীলেখা মিত্র প্রসঙ্গে। তবে কাজের পাশাপাশি শ্রীলেখা খুব জনপ্রিয় সোশ্যালে। তাঁর রোজনামচায় নজর থাকে নেট-নাগরিকদের। এমনকী, সোশ্যাল মিডিয়া থেকে তো বিয়ের প্রস্তাবও পান তিনি। 2/5সম্প্রতি বাংলাদেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলেন ওপার বাংলায়। আর সেখানেই ‘সংবাদ প্রকাশ’ নামের এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি এমন কাউকে বিয়ে করব না যে বিবাহিত। আমি হোম ব্রেকার নই। আমার তাই এমন পুরুষ পছন্দ যে ভরসা যোগ্য, সিঙ্গেল। বিয়ের পর আমি দু এক জনের সঙ্গে প্রেম করেছি যারা আমার থেকে বয়সে ছোট ছিল।’3/5এই সাক্ষাৎকারেই তাঁকে বলতে শোনা যায় আমার রোম্যান্স হচ্ছে প্রকৃতির সঙ্গে। আমার পশুদের সঙ্গে। আমার অনেকগুলো বাচ্চা ছেলে-মেয়ে রয়েছে ওদেরও খুব ভালোবাসি। আপাসস সেইভাবে কোনও প্রেমট্রেম কিছু নেই। 4/5২০১৩ সালে ডিভোর্স হয় শ্রীলেখা ও শিলাদিত্য সান্যালের তবে। তাঁদের মেয়ে ঐশীকে অবশ্য দুজনে একসঙ্গেই বড় করছেন। প্রাক্তন স্বামীকে নিয়ে শ্রীলেখা আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দু-জন ভালো মানুষ এক ছাদের তলায় নাই থাকতে পারে তাই বলে তিক্ততা কেন থাকবে?’5/5জানুয়ারিতেই ঢাকা থেকে ঘুরে এসেছেন শ্রীলেখা। তাঁর পরিচালনায় তৈরি ‘এবং ছাদ’ ছবিটি প্রশংসা কুড়িয়েছে ঢাকা চলচ্চিত্র উৎসবে। আপতত পরের ছবির প্রযোজক খুঁজছেন। পাশাপাশি অভিনয়ের কাজও চালিয়ে যাচ্ছেন সমানতালে। শীঘ্রই শুরু হবে শ্রীলেখার আগামী ছবি ‘মীরজ়াফর’-এর শ্যুটিং।

অন্য গ্যালারিগুলি

No Network

Server Issue

Internet Not Available

{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); if(typeof pageName != undefined && pageName == “story”) { checkForSurvey(); } }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।