বলিউডের জেন-ওয়াই তারকাদের মধ্যে অন্যতম সারা আলি খান। বলিউডে পা রাখবার পর থেকেই চর্চায় থেকেছেন সইফ কন্যা। কখনও তাঁর অভিনয়ের জন্য, আবার কখনও ব্যক্তিগত সম্পর্কের জেরে। কিন্তু সারার উপর লাইম লাইট বজায় থেকেছে। অনুরাগীদের সঙ্গেও হামেশা সুসম্পর্ক বজায় রেখে চলেন সারা। সেলফির আবদার পূরণ করেন সবসময়। কিন্তু সম্প্রতি এয়ারপোর্টে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হল ‘কেদারনাথ’ অভিনেত্রীকে।
সেলেবরা হামেশাই এয়ারপোর্টে লেন্সবন্দি হন। সারার এয়ারপোর্ট ফ্যাশনও থাকে চর্চায়। তবে এবার বিমানবন্দরে সারাকে পড়তে হল চরম লজ্জার মুখে! এক প্রৌঢ় ব্যক্তি সবার সামনে সারার সঙ্গে যা আচরণ করলেন তা অত্যন্ত লজ্জাজনক। যদিও পরিবর্তে সারা কোনওরকম প্রতিক্রিয়া দেননি। বিষয়টি সম্পূূর্ণরূপে এড়িয়ে যান এই বলি-সুন্দরী। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এয়ারপোর্ট থেকে বার হওয়ার সময় বেশ কিছু কচিকাঁচা সারাকে ঘিরে ধরে সেলফির আবদার জানান। নায়িকাও হাসি মুখে ছবি তোলবার জন্য এগিয়ে আসেন। সেইসময়ই সারা গা ঘেঁষে যাচ্ছিলেন এক প্রৌঢ়, সারার মুখের সামনে গিয়ে তিনি বলেন, ‘কেন এদের পিছনে নিজেদের সময় বরবাদ করছো?’ এর জেরে বেশ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন সারা। আসলে সোশ্যাল মিডিয়াতে রোজদিন ট্রোল হলেও মুখের উপর এমন কথা হঠাৎ করে কেউ বলে বসবে এমনটা দুঃস্বপ্নেও বোধহয় ভাবেননি সইফ-কন্যা। পরমূহূর্তেই নিজেকে সামলে নেন সারা, হাসি মুখে খুদে অনুরাগীদের সঙ্গে ছবি তোলেন। এদিন সাদা-গোলাপি সালোয়ার-কামিজে ধরা দিলেন সারা।
আরও পড়ুন-ত্রিশূল হাতে শত্রু নিধনে মত্ত ‘ভোলা’ অজয়, খাকি উর্দিতে মারকাটারি তাবু!
এই ভিডিয়ো দেখে ওই প্রৌঢ় সমালোচনায় নায়িকার ভক্তরা। তাঁরা লিখেছেন, ‘এমন ব্যবহার মোটেই শোভনীয় নয়। নায়িকা বলেই কি তাকে অপমান করার অধিকার রয়েছে?’ অপর একজন লেখেন, ‘বয়স বাড়ায় লোকটার ভীমরতি হয়েছে’। এক নেটিজেন কড়া ভাষায় লেখেন, ‘বয়স বেশি হলেই সম্মান মেলে না। নিজের আচরণ আর ব্যবহার দিয়ে সম্মান আদায় করতে হয়।’ কেউ কেউ আবার ওই প্রৌঢ় হয়েও সওয়াল করেছেন। তাঁদের বক্তব্য, ‘উনি ভুল তো বলেননি। সত্যি তো সেলেবদের পিছনে সময় নষ্ট করার কোনও মানে নেই’।
আরও পড়ুন-সামান্থার ‘ও আন্তাভা’র তালে সানিয়া-ইরফান-সাইনাদের নাচালেন ফারহা, ভাইরাল ভিডিয়ো
————– সমাপ্ত ————–
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।