Entertainment

‘ওর অস্বস্তি লাগছিল’, হৃদরোগেই মৃত্যু সতীশের, জানালেন বন্ধু অনুপম

বৃহস্পতিবার ভোর রাতে চলে গেলেন অভিনেতা সতীশ কৌশিক। অনুপম খের তাঁর প্রিয় বন্ধুর মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি বলেছেন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় সতীশের। সূত্রের খবর অনুযায়ী মৃত্যুর আগে তিনি দিল্লিতে ছিলেন।

বৃহস্পতিবার সকালে অনুপম খেরের টুইট থেকেই জানা যায় সতীশ কৌশিকের মৃত্যুর খবর। তিনি তাঁর প্রিয় বন্ধুর প্রয়াণের খবর প্রকাশ্যে আনেন। টুইটারে অভিনেতার তাঁর এবং সতীশ কৌশিকের একটি সাদা কালো ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আমি জানি মৃত্যুই জীবনের এক এবং অদ্বিতীয় সত্য। কিন্তু আমি কখনও ভাবিনি আমি আমার প্রিয় বন্ধুকে নিয়ে কখনও এমন কিছু লিখব। আমি বেঁচে থাকতে সতীশ কৌশিককে নিয়ে এমন কিছু লিখব ভাবিনি। ৪৫ বছরের বন্ধুত্ব হঠাৎই থেকে গেল। তোমায় ছাড়া জীবন আর আগের মতো থাকবে না সতীশ। ওম শান্তি।’

এরপর তিনি পিটিআইকে দেওয়া একটা সাক্ষাৎকারে জানান সতীশ দিল্লিতে তাঁর এক বন্ধুর বাড়িতে ছিলেন, সেখানেই তিনি জানান যে তাঁর একটা অস্বস্তি হচ্ছে। অভিনেতার কথায়, ‘ওর অস্বস্তি হচ্ছিল। তখন ও ড্রাইভারকে হলে ওকে নিয়ে হাসপাতালে যেতে। রাস্তায় যেতে যেতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় সতীশ। রাত ১টার দিকে ঘটনাটি ঘটে।’

এএনআইয়ের তরফে জানানো হয়েছে দিল্লির দীন দয়াল হাসপাতালে তাঁর পোস্টমর্টেম হবে। সূত্রের খবর অনুযায়ী ভোট ৫.৩০ টায় তাঁর মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়। এখন তা মর্গে রাখা আছে। সকাল ১১টায় পোস্টমর্টেম হওয়ার কথা আছে। এরপর তাঁর মরদেহ মুম্বইতে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

অশোক পণ্ডিত সতীশ কৌশিকের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, ‘এটা মানতেই পারছি না। শকড হয়ে গিয়েছি খবরটা শুনে। আমার বন্ধু সতীশ কৌশিক আর নেই। দিল্লিতে ও হৃদরোগে আক্রান্ত হয়। দ্য লাস্ট শো ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছিলেন। ভারতীয় সিনে জগতের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। পরিবারকে সমবেদনা জানাই। ওম শান্তি।’

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘ঘুম ভাঙল এই ভয়াবহ খবর দিয়ে। আপনি আমার সব থেকে বড় চিয়ার লিডার ছিলেন। এমারজেন্সি ছবিতে ওঁর পরিচালনা আমার মন জয় করে নিয়েছে। সতীশ কৌশিক এখন অত্যন্ত ভালো মনের জেনুইন মানুষ ছিল। ওঁকে মিস করব। ওম শান্তি।’

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।