Entertainment

কপিলের প্রথম চাকরি ফোন বুথে, তারপর কাপড়ের মিলে! বেতনের অঙ্ক

হোমপেজএক নজরে সব খবর জনপ্রিয়ওয়েবস্টোরিবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি বাংলা নিউজ > বায়োস্কোপ > Kapil Sharma: কপিলের প্রথম চাকরি ফোন বুথে, তারপর কাপড়ের মিলে! বেতনের অঙ্ক সত্যিই অবিশ্বাস্য Updated: 18 Mar 2023, 11:41 AM IST Tulika Samadder

শেয়ার করুন

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথম বেতন নিয়ে মুখ খুলেছেন কপিল শর্মা। অঙ্ক শুনলে আপনিও চমকে উঠবেন। 

1/5সদ্য মুক্তি পেয়েছে কপিল শর্মার সিনেমা জিগ্যাটো। গোটা দেশ এখন এক নামে চেনে তাঁকে। তবে জীবনের শুরুটা একজদম সহজ ছিল না। খুব অল্প বয়সেই ক্যানসার ধরা পড়ে কপিলের বাবার। বাবা চলে যাওয়ার পর তিনিই ধরেন সংসারের হাল। কলেজে পড়ার সময় থেকেই শুরু করেছিলেন পার্ট টাইম কাজ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কপিল প্রকাশ করেছেন প্রথম চাকরি ছিল তাঁর একটি ফোন বুথে। আর বেতন হিসেবে যাে অঙ্কের টাকা হাতে পেতেন তা শুনে যে কেউ চমকে যাবে!2/5কার্লি টেলসের সঙ্গে কথোপকথনে কপিল প্রকাশ করেছিলেন যে তিনি যখন একটি ফোন বুথে কাজ শুরু করেছিলেন তখন প্রতি মাসে ৫০০ টাকা উপার্জন করতেন। রাত ১০টা থেকে ১টা পর্যন্ত কাজ করতেন আবার সকাল ৪টে থেকে সাতটা।  (PTI Photo)(PTI03_06_2023_000250A)3/5

কপিল শর্মা জানান এরপর তিনি একটি মিলে কাজ করা শুরু করেন। যেখানে তাঁকে বেতন দেওয়া হত মাসে ৯০০ টাকা। ক্লাস টেনের পরীক্ষা দেওয়ার পর তিনি এই কাজে যোগ দিয়েছিলেন বলেই জানান আজকের ‘কমেডি কিং’। তাঁর কথায়, ‘আমি অনেক অদ্ভুত ছোট-ছোট কাজ করেছি। যেমন আমি আমার ক্লাস টেনের পরীক্ষা দেওয়ার পর, একটি গার্মেন্টস মিলে কাজ করতাম। এত গরম ছিল যে পরিযায়ী শ্রমিকরাও তাদের গ্রামে ফিরে যেত।’

4/5পরিবারের জন্য অর্থ উপার্জনের তাগিদে এই কাজ করা নাকি জানতে চাওয়া হলে কপিল জবাব দেন, ‘আমার বয়স তখন মাত্র ১৪। আসলে মাসে ৯০০ টাকাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল। এটা ১৯৯৪ সালের কথা। বাড়ি থেকে কোনও চাপ ছিল না। কাজ করে নিজেদের নানা শখ পূরণ করতাম। নিজের জন্য একটা মিউজিক সিস্টেম, মায়ের জন্য একটা পারফিউম।’5/5বর্তমানে খবর রয়েছে কপিলের মোট সম্পত্তির পরিমাণ নাকি বর্তমানে ৩০০ কোটি। আর এই বিষযে প্রতিক্রিয়া জানিয়ে সম্প্রতি মুখ খোলেন জিগ্যাটো অভিনেতা। খবর সত্য বা মিথ্যে কি না সেই নিয়ে মুখ না খুলে কপিল বলেন, ‘আমিও অনেক টাকা হারিয়েছি… কিন্তু সত্যি বলছি আমি এসব নিয়ে ভাবি না। আমি জানি যে আমার একটি বাড়ি আছে, একটি গাড়ি আছে, আমার একটি পরিবার আছে এবং এটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমি সাধু নই। আমি কখনোই ভালো টাকা ফিরিয়ে দেব না। কিন্তু আজও আমার ভাবনা মাইনে পাওয়া (আজও নিজেকে মধ্যবিত্ত বেতনভোগী মনে করি)। আমার স্ত্রী জিনিসপত্র খরচ করতে পছন্দ করে, কিন্তু আমি করি না।’

অন্য গ্যালারিগুলি

No Network

Server Issue

Internet Not Available

{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।