এই মুহূর্তে টলিপাড়ার হট টপিক দুর্নিবারের দ্বিতীয় বিয়ে। দু-বছরের মধ্যেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে চরম ট্রোলড সারেগামাপা খ্যাত গায়ক। নেটিজেনরা বিঁধতে ছাড়ছেন না তাঁর নতুন বউ ঐন্দ্রিলা সেন ওরফে মোহরকেও। গত বৃহস্পতিবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পার্সোনাল ম্য়ানেজারকে বিয়ে করেন দুর্নিবার। নেটিজেনদের অধিকাংশই দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর প্রতি সহমর্মী তাই অনেকের চোখেই ‘ভিলেন’ দুর্নিবার। এর মাঝেই দুর্নিবারকে খোঁচা দিয়ে বসলেন সৌম্য় চক্রবর্তী।
একসময় পাড়ার মোড়ে মোড়ে আলোচনা চলত দুর্নিবার আর সৌম্যর মধ্যে সেরা কে? ২০১৫ সালে সারেগামাপা-র সুবাদে লাইমলাইটে উঠে আসেন দুজনেই। তবে শেষ হাসি হেসেছিলেন সৌম্য, ফাইনালে দুর্নিবারকে হারিয়ে ট্রফি জেতেন বাঁকুড়ার এই গায়ক। তারপর পেরিয়েছে লম্বা সময়। ফের আলোচনায় দুজনের সম্পর্কের সমীকরণ। সৌজন্যে সৌম্যর এক সাম্প্রতিক ফেসবুক পোস্ট।
নিজের ব্যক্তিগত ফেসবুকের দেওয়ালে সৌম্য একটি স্টেটাস দেন। সেখানে লেখা- ‘পরিণত প্রেমের বিয়ে আর সওদা দুটো আলাদা জিনিস !! মানুষ পরিণত প্রেমের নয়, সওদার সমালোচনা করে….বেশ করে !! উচিৎ করে!’ নেটিজেনদের অনেকেরই ধারণা দুর্নিবার-মোহরের বিয়েকে ঘিরেই সৌম্যর এই বক্তব্য। সেই পোস্টের কমেন্ট বক্সে সৌম্যর এক অনুরাগী দুর্নিবারের নাম উল্লেখ করতেই ফুঁসে উঠেন সৌম্য। বেশ কড়াভাবে জানান, ‘আমার সাথে উক্ত আর্টিস্টের দয়া করে যোগসূত্র স্থাপন করো না! …. আমি চার বছর লিভ ইন করে মিডিয়া ডেকে তারপর বিয়ে করে, দেন ছয় মাস পরে ডিভোর্স করে, আবার বিয়ের পিঁড়িতে বসিনি। গায়কটির প্রতি অকুন্ঠ ভালোবাসা আছে, ব্যক্তিটিকে আমি চিনি না। চিনতে চাই ও না… তার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কিচ্ছু এসে যায় না। আমি সাধারণ মানুষদের পক্ষে কথাগুলো লিখলাম….’।
উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।