গান গাইতে গাইতে হঠাৎ ঝাঁপ, ধরতে না পেরে শিলাজিতকে ফেলেই

দু’দিন আগেই কৃষ্ণনগরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন গায়ক শিলাজিৎ। দিব্যি চলছিল অনুষ্ঠান, গান গাইছিলেন শিলাজিৎ। তখন তাঁর গান শুনতে শুনতে শ্রোতা ও দর্শকরা বেশ উত্তেজিত। দর্শকাসন থেকে ভেসে আসছিল সেই উত্তেজনার ঢেউ। এই পর্যন্ত ঠিকঠাকই ছিল। কিন্তু তারপর হঠাৎ এ কী করে বসলেন শিলাজিৎ?

গায়ক গান গাইতে গাইতে আচমকা যা করলেন তা হয়ত কেউ-ই আঁচ করতেও পারেননি। হঠাৎই দর্শকদের উপরে ঝাঁপ মারলেন। পপ গায়করা সাধারণত শো করতে করে যেমনটা করে থাকেন আর কি। ঠিকই তেমনই চেয়েছিলেন শিলাজিৎ। কিন্তু নাহ, তাঁকে ধরে রাখতে পারলেন না অনুরাগীরা, শেষপর্যন্ত ফেলেই দিলেন। বুঝুন কাণ্ড…। গোটা ঘটনার ভিডিয়ো ফেসবুকের দেওয়ালে নিজেই পোস্ট করেছেন, সঙ্গে মজা করে অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছেন বেশকিছু কথা।

শিলাজিৎ লিখেছেন, ‘ আমি কিন্তু বলেছিলাম ঝাঁপাব, তোরা বলেছিলি ধরবো। এবার রেডী হ, আর কতদিন ধরবো বলে ধরতে পারবি না। তোদের জন্য নতুন কিছু করতে পারবো না নাকি। এবার তো বুড়ো হয়ে যাবো। তখন আর পারবো না। নানা রকম তো করলি এবার একটু ধরতে শেখ। বাংলা গান ঝাঁপিয়ে পড়বেই তোদের ঘাড়ে। শিল্পীরা ভক্তর কাঁধে চেপে ই তো যাবে, বেঁচে থাকতে থাকতে। মরে গেলে তো চারটে লোক ই চান্স পাবে। তাও এখন তো সব গাড়িতে চলে যায়। ধরো ধরা শুরু করো। নইলে আর চান্স পাবে না। বেটার লাক নেক্সট টাইম।’



<p>শিলাজিতের পোস্টে নেটপাড়ার কমেন্ট</p>
<p>” src=”https://images.hindustantimes.com/bangla/stati/images/static/1x1_img.gif” /></p>
<p>শিলাজিতের পোস্টে নেটপাড়ার কমেন্ট</p>
<p>           <img data-src=

গায়ক কথা রাখলেন, তবে তাঁকে ধরে কথা রাখতে পারলেন না অনুরাগীরা। তবে গোটা ঘটনা বেশ মজা করেই নিয়েছেন গায়ক। 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।