Entertainment

গ্ল্যামারে টেক্কা দেবেন বলিউড নায়িকাদের, মিঠুনের মেয়ে দিশানিকে দেখে নিন

হোমপেজএক নজরে সব খবর জনপ্রিয়ওয়েবস্টোরিবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithun Chakraborty Daughter: গ্ল্যামারে টেক্কা দেবেন বলিউড নায়িকাদের, মিঠুনের মেয়ে দিশানিকে দেখে নিন একবার Updated: 18 Mar 2023, 11:37 AM IST Priyanka Bose

শেয়ার করুন

Mithun Chakraborty Daughter: মিঠুন চক্রবর্তীর দত্তক নেওয়া কন্যা দিশানি চক্রবর্তীকে চেনেন? বর্তমানে ক্যালিফোর্নিয়ায় থাকে সে। মিঠুনের তিন ছেলে মহাক্ষয়, নমশি এবং উষ্মে চক্রবর্তী আর এক মেয়ে দিশানি। তিন দাদার ছোট বোন তিনি এবং মিঠুনের আদরের মেয়ে।

1/6গ্ল্যামারের দিক থেকে বলিউড অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন এখনকার স্টার কিডরা। জাহ্নবী কাপুর, সারা আলি খান থেকে নাইসা দেবগন এই স্টর কিডরা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়, কেউ কেউ ইতিমধ্যেই বলিউডেও পা রেখেছেন। তবে এখানে এমন এক স্টার কিডের কথা বলছি, যিনি লাইমলাইট থেকে দূরে থাকেন, কিন্তু সৌন্দর্য এবং গ্ল্যামারের দিক থেকে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের থেকে পিছিয়ে নেই। মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি চক্রবর্তীও কিন্তু প্রচণ্ড গ্ল্যামারাস।2/6 মিঠুন চক্রবর্তীর দত্তক নেওয়া কন্যা দিশানি চক্রবর্তী। নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করছেন দিশানি। 3/6দিশানি মিঠুনের কাছে বড় আদরের। মিঠুনের স্ত্রী যোগিতাও দিশানিকে আগলে আগলে রাখেন। 4/6একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরের দ্য মোনার্ক ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্কুলিং শেষ করেছেন মিঠুন কন্যা। 5/6’হোলি স্মোক’ শর্ট ফিল্মের হাত ধরেই অভিনয় জীবন শুরু করেন দিশানি। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও বিশেষ আগ্রহ রয়েছে মিঠুন কন্যার। বাবা মিঠুন চক্রবর্তীর খুব কাছের দিশানি। বাবাকে নিজের রোল মডেল হিসেবে মনে করেন তিনি। 6/6বর্তমানে ক্যালিফোর্নিয়ায় থাকেন দিশানি। কুকুর খুব পছন্দ করেন তিনি। প্রায়শই পোষ্য সারমেয়র সঙ্গে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। 

অন্য গ্যালারিগুলি

No Network

Server Issue

Internet Not Available

{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।