সামাজিক বিয়ে হওয়ার পর মাত্র এক বছরেই সংসার ভাঙে মীনাক্ষী-দুর্নিবারের। কারণ হিসেবে শোনা যায় গায়কের ‘নতুন প্রেমের গান।’ প্রকাশ্যে আসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা সেনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। আগামী ৯ মার্চ তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এবার সেই প্রসঙ্গে নাম না করেই বিদ্রুপের শেল হানলেন দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
২০১৭ সালে আইনি মতে বিয়ে সারেন মীনাক্ষী এবং দুর্নিবার। তারপর তাঁরা একসঙ্গেই থাকতেন। দীর্ঘদিনের আলাপ, বন্ধুত্ব ছিল তাঁদের। পার্টি, অনুষ্ঠান, রিয়েলিটি শো সহ সর্বত্রই তাঁদের একসঙ্গে দেখা মিলত। সোশ্যাল মিডিয়ায় নিজেদের নানা টুকরো ছবি পোস্ট করতেন। এরপর ২০২১ সালে রাজকীয় ভাবে সামাজিক বিয়ে সারেন তাঁরা। কিন্তু সেই বিয়ের বয়স বছর খানেক হতে না হতেই তাতে ফাটল ধরল। ২০২২ এর মাঝামাঝি আলাদা হয়ে যান মীনাক্ষী, দুর্নিবার।
এরপর প্রকাশ্যে দুর্নিবারের নতুন সম্পর্কের কথা। ঐন্দ্রিলা ওরফে মোহর ফেসবুকে একটি পোস্ট করে তাঁদের সম্পর্কের কথা জানান। তারপর জানা যায় তাঁরা ৯ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এতদিন গোটা বিষয় নিয়ে মীনাক্ষীকে কিছু বলতে শোনা যায়নি। অবশেষে তিনি মুখ খুললেন।
সোশ্যাল মিডিয়ায় তিনি এদিন নাম না করেই এই একটি পোস্ট করেন। তাঁর সেই পোস্টে তিনি দুর্নিবারকে রণবীর কাপুরের সঙ্গে তুলনা করেন। ফেসবুকের এই পোস্টে তিনি লেখেন, ‘আপনার উচিত আপনার জীবনের রণবীর কাপুরকে যেতে দেওয়া। এবং রণবীর সিংকে আসতে দেওয়া।’ এরপর তিনি আসলে খোঁচা দিয়ে লেখেন, ‘আপনাদের সমস্ত অনুমান সঠিক।’ তাঁর এই পোস্টে কারও বুঝতে বাকি নেই যে তিনি আদতে এটি কাকে নিয়ে লিখেছেন।
দুর্নিবারের দ্বিতীয় বিয়ের দিন প্রায় চলেই এল। তার আগে প্রাক্তনের এমন খোঁচা! তবে কি দীপিকা, ওহ না, মীনাক্ষীর জীবনে রণবীর কাপুর নামক দুর্নিবার বিদায় নেওয়ার পর নতুন বসন্তের ছোঁয়া নিয়ে কোনও রণবীর সিং এসেছেন? এই উত্তর যদিও পাওয়া যায়নি। তবে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলে বোঝা যায় তিনি সিঙ্গেল আছেন, এবং সেটাকে দারুণ ভাবেই উপভোগ করছেন।
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।