কয়েকদিন আগেই স্বামী যশের সঙ্গে নুসরত উড়ে গিয়েছিলেন রাজস্থানের জয়পুরে। Soul Festival-2023-এ যোগ দিতে গিয়েছিলেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। কয়েকদিন সেখানেই কাটিয়েছেন, জমিয়ে পার্টিও করেছেন। সেই নাইট পার্টিরই এক টুকরো ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশানে উদ্যোক্তাদের ধন্যবাদ জানাতেও ভোলেননি নুসরত জাহান।
নুসরতের পোস্ট করা ভিডিয়োতে তাঁকে সবুজ রঙের অফ শোল্ডার টপে, আর যশ দাশগুপ্তকে আকাশি রঙের শার্ট আর সাদা প্য়ান্টে দেখা গিয়েছে। ‘তেরে প্যায়রমে ভিগে ভিগে’ গানের সঙ্গে ছন্দ মিলিয়ে ভিডিয়োটি পোস্ট করেছেন নুসরত। ভিডিয়োতে কখনও যশকে পানীয়র গ্লাস হাতে নুসরতের হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে, কখনও আবার নুসরতের সঙ্গে ডান্স করতে। পার্টি চলাকালীন উড়ে আসা বেলুন হাত দিয়ে উড়িয়ে দিতেও দেখা গিয়েছে যশ-নুসরতকে। সব মিলিয়ে পার্টি যে বেশ ভালোই জমেছিল, তা বলাই বাহুল্য।
নুসরতের সঙ্গে রাজস্থানে যাওয়া, পার্টি করা, সব তো ঠিকই ছিল, তবে হঠাৎ কলকাতাতে ফিরে কেন এত গম্ভীর হয়ে উঠে উঠলেন যশ? হঠাৎ করে যশের মুখ থেকে হাসি উধাও হয়ে যাওয়ার কারণটা বুঝে উঠতে পারছেন না নুসরত নিজেও। যশ দাশগুপ্তর মুখ ভার করে গাড়ি চালানোর ভিডিয়ো পোস্ট করে নুসরতের তাই প্রশ্ন, ‘এত সিরিয়াস কেন?’ নেটপাড়ার প্রশ্ন তবে কি কোনও কারণে নুসরতের উপর চটেছেন যশ? নাহ যশের রেগে যাওয়ার কারণটা অবশ্য জানা যায়নি। তিনি সত্যিই সাংসদ বউ-এর উপর চটেছেন নাকি এমনিই মজা করে ভিডিয়ো শ্য়ুট করেছেন, তা তিনিই জানেন।
উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।