চাঙ্কি পাণ্ডের ভাই চিক্কি পান্ডে এবং স্ত্রী ডিন পাণ্ডের কন্যা অলানার বিয়ে, অর্থাৎ অনন্যা পান্ডের তুতো বোনের বিয়ে। সম্প্রতি সেই বিয়ের অনুষ্ঠানেই মজেছিল গোটা বলিউড। প্রেমিক আইভর ম্যাকক্রে-র সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর অবশেষে ১৬ মার্চ সাতপাকে বাঁধা পড়েছেন অলানা। এদিকে নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পর প্রকাশ্যে ঠাট্টা করতে ছাড়লেন না বোন অনন্যা। আর অনন্যার পোস্টে শুরু হয়েছে নতুন জল্পনা….
ঠিক কী লিখেছেন অনন্যা পাণ্ডে?
অনন্যা লিখেছেন, ‘এই বিয়ে আমাদের রূপকথায় বিশ্বাসী করে তুলছে। আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি। কোনো অসুবিধা নেই কিন্তু আমি ইতিমধ্যেই মাসি হতে প্রস্তুত!’ আর অনন্যার পোস্টে নেটনাগরিকদের জল্পনা তবে কি আলানা কি তবে ইতিমধ্যেই অন্তঃসত্ত্বা? সেকারণেই কি তড়িঘড়ি বিয়েটা সেরে ফেললেন?
আরও পড়ুন-‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ নাকি ‘জুইগাটো’ প্রথমদিনে বক্স অফিসে কে এগিয়ে?
উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।