চোখে সানগ্লাস, হাতে কফির কাপ, চেয়ারের উপর গা এলিয়ে বসে রয়েছেন বিদ্যা বালান। শরীরের উপর ও নীচের অংশ পুরোপুরি উন্মুক্ত। গোপনাঙ্গ ঢাকতে বিদ্যা বুকের কাছে ধরে রয়েছে একটি খবরের কাগজ। হ্যাঁ, সংবাদপত্রই এখানে নায়িকার লজ্জা নিবারণের কাজ করছে। বিদ্যার এই ছবি এখন সুপারভাইরাল সোশ্যাল মিডিয়ায়। খবরের কাগজ হাতে নেই ‘খবর’ হয়ে গেলেন বিদ্যা। এহেন ছবি দেখেই নেটিজেনদের মনে হাজারো প্রশ্ন। বিদ্যা বালানকে এমন অবতারে দেখা যায় না! ব্য়ক্তিগত জীবনে শাড়িতেই স্বচ্ছন্দ অভিনেত্রী। এমন সাহসী আর বোল্ড অবতারে বিদ্যাকে দেখে হাঁ অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন তবে কি ‘ডার্টি পিকচার’-এর সিকুয়েল আসছে?
না, একদমই নয়। বিদ্যার এই ছবি ডাব্বু রতনানির ক্যালেন্ডার শ্য়ুটের ছবি। যা হোলির দিন শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় ফটোগ্রাফার। ছবিতে বিদ্যার হটনেসে কাবু সকলেই। ‘পাশের বাড়ির মেয়ে’র ইমেজ ভেঙে এই ছবিতে একদম গ্ল্যামারাস ডিভা বিদ্যা।
বিদ্যা বালানের এই ছবি ডাব্বু আপলোড করতেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড়। অনেকেই নায়িকাকে ট্রোল করতে রে রে করে ছুটে আসেন। অনেকেই এই ছবিকে প্রকৃত ‘ডার্টি পিকচার’ বলে উল্লেখ করে। আবার কেউ লেখেন, ‘বুড়ো বয়সের ভীমরতি’। অনেকেই আবার লিখেছেন, ‘এই ছবিতে এডিটিং একটু বেশিই করা হয়েছে’। কেউ কেউ তো আবার উরফি জাভেদের সঙ্গেও তুলনা টানলেন বিদ্যার। ডাব্বুর এক পুরোনো ক্যালেন্ডার শ্যুটের ছবি এটি।
আরও পড়ুন-‘সেক্সও ক্যামেরার সামনেই করো’, বরের ঠোঁটে ঠোঁট রাখতেই ট্রোলড ‘কাঁটা লগা’ গার্ল!
বরাবরই ‘হটকে’ অবতারে নিজেকে মেলে ধরতে দু-পা বাড়িয়ে থাকেন বিদ্যা বালান। বলিউডের নারীকেন্দ্রিক ছবির অন্যতম মুখ বিদ্য়া। তাঁর ঝুলিতে রয়েছে ‘পরীণীতা’, ‘ইশকিয়া’, ‘নো ওয়ান কিল জেসিকা’, ‘কাহানি’, ‘পা’ এবং ‘ডার্টি পিকচার’-এর মতো ছবি। বিদ্যাকে শেষ দেখা গিয়েছে আমাজন প্রাইমের ‘জলসা’ ছবিতে। এই মার্ডার মিস্ট্রিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন বিদ্য়া। আপতত দুটো প্রোজেক্টের কাজে ব্যস্ত সিদ্ধার্থ রায় কাপুর ঘরণী, যার মধ্যে একটির নাম ‘নিয়ত’।
আরও পড়ুন-বাঘা যতীনের শ্যুটিংয়ে চোট পেলেন দেব, উদ্বিগ্ন অনুরাগীরা, কেমন আছেন তারকা?
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।