সম্প্রতি হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’-র শ্যুট চলাকালীন পাঁজরে গুরুতর চোট পান অমিতাভ বচ্চন। একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটের সময়তেই ঘটে এই ঘটনা। এরপর দ্রুত তাঁরে মুম্বইতে উড়িয়ে আনা হয়, আপাতত তি পুরোপুরি গৃহবন্দি। শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানিয়ে রবিবার নিজের ব্লগে, বিগ বি লেখেন ‘পাঁজরের কার্টিলেজ ভেঙে গিয়েছে’ এবং ‘ডান পাঁজরের খাঁচার পেশী ছিঁড়ে গিয়েছে’। গোটা বিষয়টি ‘কষ্টকর’ বলে লেখেন অমিতাভ বচ্চন। নিজের স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিতে বৃহস্পতিবার ফের তিনি নিজের ব্লগে লেখেন, কীভাবে শরীর নিজস্ব প্রক্রিয়ায় দ্রুত আঘাত নিরাময় করে’ সে সম্পর্কে একটি দীর্ঘ নোট লিখেছেন।
অমিতাভ বচ্চন লিখেছেন, ‘কেউ আবারও উঠে বসতে পারেন, কেউ আবার ওঠার চেষ্টা না করে বিলাপ করতে পারেন, কেউ আবার সবকিছু আগের মতো করার চেষ্টায় এই সমস্যাকে হারিয়ে দিতেও পারেন। হ্যাঁ, পরাজয়, ক্ষতি, যন্ত্রণা বেদনাদায়ক সত্যি। তবে শারীরবৃত্তীয় প্রক্রিয়া যত দ্রুত আঘাত লাগে সেটা তত দ্রুত নিরাময় হয়। উঠুন, যান, এবং করে দেখান। এখানে কোনও দর্শন নেই, দুর্দান্ত সাহসিকতার বিষয় নেই আবার প্রশংসা পেতে কাজ করে দেখানোর বিষয়ও নেই। যাঁরা নতুনভাবে জীবনে ফিরতে চান, তাঁরা এটা নিজের স্বার্থে করবেন, নিজেকে সেই শিক্ষাই দিন। অন্যকে শিক্ষা দেওয়ার বিষয় নেই, এখানে মিথ্যেকে পরিত্যাগ করা প্রয়োজন। সবটাই আমার শরীর, আমার মন, আমার ইচ্ছা।’
উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।