গত বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য সাত পাক ঘুরলেন গায়ক দুর্নিবার সাহা। সেই নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। দু-বছরের ব্যবধানে দু-টো বিয়ে সেরে তুমুল ট্রোলড হতে হচ্ছে গায়ককে। এর মাঝেই শনিবার অনুষ্ঠিত হল নবদম্পতির বৌভাত। রিসেপশনের রাতে ছকভাঙা সাজে পাওয়া গেল দুর্নিবারের নতুন বউকে। খয়েরি রঙা ব্লাউজের সঙ্গে সোনালি শাড়িতে ঝলমলে ঐন্দ্রিলা (মোহর)। সঙ্গে গা-ভর্তি সোনার গয়না আর মানানসই রূপটান। বউয়ের পাশে সোনালি সুতোর কাজ করা সাদা পাঞ্জাবিতে সেজে পোজ দিলেন দুর্নিবার।
এদিন সাদামাটা আয়োজনের বধূবরণ সারলেন দুর্নিবার। কনেপক্ষের তরফে টলিউডের বহু তারকা বিয়েতে শামিল হলেও এদিন সেরকম তারকা উপস্থিতি চোখে পড়ল না। অভিনেতা রণজয় বিষ্ণু পৌঁছেছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। দুর্নিবারকে ‘শহীদ দিবস’-এর শুভেচ্ছা জানান রণজয়।
উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।