Entertainment

‘প্রেমে’ ধুনো দিয়ে একসঙ্গে দোল খেললেন কাঞ্চন-শ্রীময়ী, ‘লুকিয়ে’ গিয়েছিলেন কোথায়?

হোমপেজএক নজরে সব খবর ভোটযুদ্ধবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি বাংলা নিউজ > বায়োস্কোপ > Kanchan Mullick-Sreemoyee Chattoraj: ‘প্রেমে’ ধুনো দিয়ে একসঙ্গে দোল খেললেন কাঞ্চন-শ্রীময়ী, ‘লুকিয়ে’ গিয়েছিলেন কোথায়? Updated: 10 Mar 2023, 03:03 PM IST Tulika Samadder

শেয়ার করুন

দোলের ছবি দুই তারকা শেয়ার করতেই চক্ষুস্থির নেট-নাগরিকদের। আলাদা আলাদা ছবি দিলেও কত মিল দুজনের শেয়ার করা পোস্টে। 

1/5বছরখানেক ধরেই টলিপাড়ার গুঞ্জন ‘প্রেম’ করছেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। এই সম্পর্কের কারণেই নাকি বউ পিঙ্কির থেকে আলাদা থাকা শুরু। তবে দুজনকে যখনই এই নিয়ে প্রশ্ন করা হয়েছে, একে-অপরের সঙ্গে থাকার সব গুজব অস্বীকার করেছেন। কিন্তু দোলের ছবি সামনে আসতেই পরদা ফাঁস। 2/5এর আগে কাঞ্চনের বাড়ির কালীপুজোর কাজ একা হাতে সামলেছিলেন শ্রীময়ী। এবার দোলের পুজোতেও তৃণমূলের বিধায়কের বাড়িতে হাজির ছিলেন। অন্তত দুজনের ফোটোর ব্যাকগ্রাউন্ড, শেয়ার করা ঠাকুরের ছবি তেমনই ইঙ্গিত করছে। নিজেরাই দেখুন মিলিয়ে। 3/5এই ছবিগুলি কাঞ্চন দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বলে রাখি, মাসখানেক আগে যখন কাঞ্চন গিয়েছিলেন লন্ডনে ছবির কাজে, তখনই লন্ডন ট্যুরে চলে যান শ্রীময়ী। যদিও সেবারেও একসঙ্গে ফ্রেমবন্দি হননি তাঁরা। 4/5এই ছবি শ্রীময়ীর শেয়ার করা। পিছনের ওয়ালপেপার, সাদা দরজা, ঠাকুরের বিগ্রহ সবকিছুই এক। মানে লুকিয়েও লুকনো হল না। এসব দেখে সোশ্যাল মিডিয়া অন্তত বলছে, ‘প্রেম জমে ক্ষীর’। 5/5যদিও নিজেদের বরাবরই ভালো বন্ধু দাবি করে এসেছেন কাঞ্চন আর শ্রীময়ী। এদিকে কাঞ্চন-পত্নী পিঙ্কিও বিশ্বাস করেন সম্পর্কের খবরে। গত বছর এই বিবাহিত জুটি একে-অপরের নামে থানায় এফআইআরও করে। এখন আলাদাই থাকছেন। পিঙ্কি মা-বাবার সাথে থাকেন তাঁদের ছেলেকে নিয়ে। আর কাঞ্চন নিজের বাড়িতে একা।

অন্য গ্যালারিগুলি

No Network

Server Issue

Internet Not Available

{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); if(typeof pageName != undefined && pageName == “story”) { checkForSurvey(); } }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।