পাঠান নিয়ে উন্মাদনা খানিক থিতু হওয়ার পরই টাইগার ৩ এবং ফাইটার নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। মোদ্দা কথা যাই হোক না কেন, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স নিয়ে মাতামাতির অন্ত নেই। ইতিমধ্যেই ফাইটার ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। এবার এই ছবির তৃতীয় কিস্তির শ্যুটিংয়ের জন্য কবীর ওরফে হৃতিককে হায়দ্রাবাদ উড়ে যেতে দেখা গেল। তাঁকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে। এই ছবিটির পরিচালনাও করছেন সিদ্ধার্থ আনন্দ।
হায়দ্রাবাদ যাওয়ার আগে তাঁকে মুম্বই বিমানবন্দরে তাঁর প্রেমিকা সাবা আজাদের সঙ্গে দেখা গেল। সেখানে তাঁরা একে অন্যকে চুমুও খান। প্রেমিক অন্য শহরে যাচ্ছেন কাজে তার আগে তাঁকে রাজকীয় ভাবে বিদায় না জানালে হয়? কিন্তু তাঁদের সেই একান্ত ব্যক্তিগত মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
সে, যাই হোক না কেন, জানা গিয়েছে এই ছবির তৃতীয় কিস্তিতে নাকি হৃতিক কিছু ধাঁসু অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে চলেছেন, সেটার শ্যুটিং হবে এবার। সূত্রের খবর অনুযায়ী, ‘হৃতিক কিছু ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুট করবেন হায়দ্রাবাদে। আর সেটার জন্য তিনি প্রস্তুত আছেন। যদিও কিছু ক্ষেত্রে তিনি তাঁর হামসকলকে ব্যবহার করবেন। তবে এবারের শ্যুটিংয়ে দীপিকা থাকছেন না। এবার কেবল হৃতিকের একার কিছু অংশ শুট হবে।’
এই ছবিতে প্রথমবার হৃতিকের সঙ্গে দীপিকা কাজ করতে চলেছেন। তাঁদের মধ্যে কতটা আর কেমন রসায়ন জমে এখন সেটাই দেখার পালা। বলি পাড়ার দুই দুর্দান্ত লুক এবং হট ব্যক্তিত্বের ম্যাজিক কতটা তৈরি হয় পর্দায় সেটাই এখন দেখার অপেক্ষা করছেন সকলে।
ইতিমধ্যেই পাঠান একটি বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে। সেটি বিশ্বজুড়ে হাজার কোটি রোজগার করে ফেলেছে। এবার কবীর থুড়ি হৃতিকের ফাইটার সেটাকে টপকাতে পারে কিনা সেটাই দেখার পালা। হৃতিককে শেষবার বিক্রম বেদা ছবিতে দেখা গিয়েছিল। সেই ছবিটি দর্শক থেকে সমালোচক সকলের থেকেই ভালো সাড়া পেয়েছিল।
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।