Entertainment

বাড়ির কাজের লোককে মারধর করেছেন নওয়াজ, কল রেকর্ডিং ফাঁস করে

কাছের মানুষদের তরফেই একাধিক অভিযোগে জর্জরিত অভিনেতা নওয়াউদ্দিন সিদ্দিকি। গত কয়েক মাসে অভিনয় নয়, ব্যক্তিগত জীবনে তৈরি বিতর্কের জেরেই চর্চায় থেকেছেন অভিনেতা। স্ত্রী আলিয়া সিদ্দিকি এবং ভাই শামাস সিদ্দিকি একের পর এক অভিযোগে বিদ্ধ করেছেন অভিনেতাকে। ছেলে মেয়েকে নিয়ে মাঝরাতে আলিয়াকে বাড়ি থেকে বার করে দিয়েছেন নওয়াজ, এমন অভিযোগের জবাবও দিয়েছেন তারকা। এর মাঝেই ফের বোমা ফাটালেন শামাস সিদ্দিকি।

সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপিংস ফাঁস করেন নওয়াজের পরিচালক ভাই। শামাস সেখানে জানান বাড়ির এক পরিচারককে মেরেছেন নওয়াজ। সেই নিয়ে নওয়াজের ম্যানেজারকে (শামাসের দাবি) ফোন করেছিলেন তিনি, এটা সেই কথোপকথন। শামাস আরও জানান গোটা বিষয় নিয়ে ভিডিয়োও খুব শীঘ্রই আসতে চলেছে। সেই অডিয়োতে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) শামাস ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করেন মুনকে আবার নওয়াজ মেরেছেন কিনা, উলটো দিক থেকে সম্মতি জানিয়ে জানিয়ে নওয়াজের ম্যানেজারকে বলতে শোনা যায় সকালে শ্যুটিং-এ যাওয়ার আগে মনুকে থাপ্পড় কষিয়েছেন নওয়াজ। এটা নতুন ঘটনা নয়, আগেও ওই পরিচারকে মারধর করেছেন ‘সেক্রেড গেমস’ অভিনেতা, দাবি ভাইয়ের। এই অডিয়ো ক্লিপ দাদার উদ্দেশ্য তাঁর হোলির উপহার বলে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন নওয়াজ।

সবমিলিয়ে পরিবারের অন্দরেই কোণঠাসা পরিস্থিতি নওয়াজের। দাদার বিরুদ্ধে এমন অভিযোগ আনায় নওয়াজ ভক্তদের রোষের মুখে পড়েছেন শামাস। অনেকেই লিখেছেন, স্বামী-স্ত্রীর ঝামেলায় ফায়দা লুটবার চেষ্টায় রয়েছেন তিনি। কেউ আবার লিখেছেন, দাদার নাম ভাঙিয়ে আরেকটু ফেমাস হওয়ার চেষ্টা করছেন শামাস। শামাস সিদ্দিকি পরিচালিত ‘বোলে চুড়িয়া’ ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন নওয়াজ, ছবির পোস্ট প্রোডাকশন নিয়ে দুই ভাইযের ঝামেলা হয় তুমুল। তারপর থেকেই মুখ দেখাদেখি নেই দুজনের। দিন কয়েক আগেই নওয়াজের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছিলেন এক পরিচারিকা, পরে নিজের বয়ান পাল্টে ফেলে সে। টাকা দিয়ে ওই পরিচারিকার মুখ বন্ধ করেছেন নওয়াজ, এমন কথাও বলত শোনা গিয়েছিল শামাসের মুখে।

নওয়াজ দু-দিন আগেই সাফাই বিবৃতি দিয়ে বলেছিলেন,‘প্রথমত আমি এবং আলিয়া বেশ কয়েক বছর ধরে একসঙ্গে থাকি না, ইতিমধ্যেই আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে আমরা এতদিন কেবল আমাদের বাচ্চাদের জন্যই বোঝাপড়া করছিলাম’। নওয়াজের কথায় টাকার লোভে আলিয়া তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে তাঁকে খলনায়ক প্রমাণের চেষ্টা করছেন। শোরা এবং ইয়ান (আলিয়ার দাবি ইয়ানের পিতৃত্ব অস্বীকার করেছেন স্বামী), দুজনকেই নিজের সন্তান বলে উল্লেখ করেন নওয়াজ। অভিনেতা বলেন, ছেলে-মেয়ের খরচ বাবদ মাসে ১০ লক্ষ টাকা করে আলিয়াকে দেন তিনি, এছাড়ও ছেলে-মেয়ের নামে দামি গাড়ি,বাড়ি কিনে দিয়েছেন, সবসুবিধাই ভোগ করছেন আলিয়া নিজে। 

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।