সোশ্যাল মিডিয়ায় হামেশাই খোলামেলা ছবি পোস্ট করেন দেবলীনা কুমার। বিকিনি, মনোকিনিতে আকছাড় দেখা যায় উত্তম কুমারের নাতবউকে। এই তো সেদিন ব্লাউজহীন শাড়িতে সেক্সি অবতারে সামনে এসেছিলেন অভিনেত্রী। সেই নিয়ে ট্রোলিংও কম হয়নি। একে উত্তম কুমারের পরিবারের বউমা, তারউপর দেবলীনার একটা রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তৃণমূল বিধায়ক দেবাশিক কুমারের একমাত্র কন্যা তিনি, তাই পান থেকে চুন খসলেই বিদ্রুপের মুখে পড়েন অভিনেত্রী। কিন্তু তাঁর থোড়াই কেয়ার! সম্প্রতি কালো বিকিনি টপ, লেদার জ্যাকেট আর প্যান্টে ধরা দিয়েছেন দেবলীনা। দেবলীনার হট লুকে ফিদা তাঁর চাহনেওয়ালারা। টলিপাড়ার রঙ্গবতী গার্লের এই ছবিতে মন্তব্য করা থেকে বিরত থাকলেন না অভিনেত্রীর শাশুড়ি মা-ও।
দেবলীনা কুমার একটা সময় রীতিমতো মোটা ছিলেন, নিজের চেষ্টায় ওজন ঝরিয়ে আজ এমন তন্বী শরীরের অধিকারী তিনি। জিম হোক বা সাইকেলিং- নিয়মমাফিক শরীর চর্চা করেন দেবলীনা। নিজের টোনড বডির ঝলক তুলে ধরে দেবলীনা লেখেন, ‘অনেকে স্বাভাবিক প্রক্রিয়ায় সুঠাম দেহের অধিকারি, কাউকে আবার কঠোর পরিশ্রম করতে হয়। আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি’। দেবলীনার কথার রেশ টেনেই এই তাঁর ছবিতে মন্তব্য করেন গৌরবের সৎ মা মহুয়া চট্টোপাধ্যায়। বউমার প্রংশসা করে তিনি লেখেন, ‘তুই নিজে যে পরিমাণ হার্ড ওয়ার্ক করিস, তাতে এই পুরস্কারটা তোর প্রাপ্য়…খুব সুন্দর, দারুণ’। জবাবে শাশুড়িকে ধন্যবাদ জানাতে ভোলেননি দেবলীনা কুমার।
উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।