রবিবার কলকাতায় এসেছেন অনুপম খের। ওইদিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দেন, বিকেলে কলকাতা জাদুঘরে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন অনুপম। এই পর্যন্ত ঠিকঠাকই ছিল। তবে অভিনেতার শান্তিনিকেতনে যাওয়ার প্রসঙ্গ উঠতেই শুরু হয়েছে বিতর্ক। তবে মোদী ঘনিষ্ঠ অভিনেতা সাফ জানিয়েছেন, শান্তিনিকেতনে তিনি যাবেন-ই। অনুপমের কথায়, ‘কোই মাই কা লাল আটকাতে পারবে না।’ এমনকি অভিনেতা এও জানিয়েছেন তাঁর মতো সিংহকে কোনও ইঁদুর আটকাতে পারবে না। আজ সোমবার-ই শান্তিনিকেতন যাওয়ার কথা অনুপমের।
প্রসঙ্গত, বিশ্বভারতীর জমি বিতর্ক এখনও মেটেনি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমর্ত্য সেনকে নিশানা করায়, তাঁর বিরুদ্ধে পাল্টা গৈরিকীকরণের অভিযোগ তুলেছিল তৃণমূল। এদিকে এবার শান্তিনিকেতনে যাচ্ছেন বিজেপি ঘনিষ্ঠ অনুপম। ১৩ মার্চ বিশ্বভারতীর লিপিকা অডিটোরিয়ামে ৫৭তম লেকচার সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই বক্তব্য রাখার কথা অনুপম খেরের। সঙ্গে থাকছেন ‘কাশ্মীরি ফাইলস’ খ্যত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এদিকে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই আলোচনা সভার নাম যেহেতু ‘ব্যর্থতার ক্ষমতা’। তাই তা নিয়েও প্রশ্ন তুলেছেন ছাত্রছাত্রী ও আশ্রমিকদের একাংশ। তাঁদের কথায় নামেই স্পষ্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনৈতিক আলোচনা হবে, সেটা ঠিক নয়।
উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।