Entertainment

ব্রহ্মচারী রামের ধ্যানভঙ্গ করবে কোন উর্বশী? আসছে নতুন ধারাবাহিক ‘রাম

হিন্দি হোক বা বাংলা মেগা সিরিয়াল বড্ড বেশিই মেয়ে ঘেঁষা। নারীকেন্দ্রিক ছোট পর্দায় এবার আসছে ‘রাম কৃষ্ণা’। এই নতুন বাংলা সিরিয়ালের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমন এক পুরুষ যিনি ‘অলরাউন্ডার, খাঁটি ফ্যামিলি ম্যান, একই সঙ্গে নিষ্ঠাবান পূজারী’! বাংলা টেলিভিশনের পর্দায় এখন নতুন মেগার ছড়াছাড়ি। ‘রামপ্রসাদ’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, ‘মুকুট’-এর পর এবার তালিকায় যোগ হল ‘রাম কৃষ্ণা’র নাম। কোন চ্যানেলে আসছে এই মেগা? কালার্স বাংলায় দেখা যাবে এই ‘হটকে’ ধারাবাহিক। সোমবার থেকেই শুরু হয়েছে চ্যানেলের নতুন মেগা ‘নায়িকা নম্বর ১’-এর সম্প্রচার, তার মাঝেই নতুন সিরিয়ালের প্রোমো সামনে এল।

‘রাম কৃষ্ণা’তে লিড রোলে রয়েছেন ‘কন্যাদান’ খ্যাত নীলাঙ্কুর মুখোপাধ্যায়। প্রোমোতে দেখা গেল, ছোট থেকেই খেলাধূলা আর পড়াশোনাকে চ্যাম্পিয়ান রাম ওরফে রামানন্দ। এর জেরেই মেয়েরা ক্রাশ খায় তাঁর উপর। কিন্তু মেয়েদের চেয়ে শতহস্ত দূরে থাকে ব্রহ্মচারী রাম। ঈশ্বরের পুজোতেই শান্তি খুঁজে পায় রাম। পরিবারকে ভালোবাসলেও রামের জীবনে মনের মানুষের জায়গা নেই। কিন্তু রামের জীবনেও এন্ট্রি হবে উর্বশীর। যে তাঁর ধ্য়ানভঙ্গ করতে সফল হবেন! প্রোমোতে দেখা মেলেনি গল্পের নায়িকার। তবে এই সিরিয়ালে বড়লোকের সুন্দরী মেয়ে ‘কৃষ্ণা’র চরিত্রে থাকছেন ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ খ্যাত নন্দিনী দত্ত। কেমনভাবে ব্রহ্মাচারী রাম প্রেমে পড়বে কৃষ্ণার? কীভাবে এগোবে তাঁদের গল্প তা জানতে চোখ রাখতে হবে পর্দায়।

বসন্ত উৎসবের মাঝেই ‘রাম কৃষ্ণা’র রঙিন প্রোমো নজর কাড়ল নেটপাড়ার। তবে প্রশ্ন হল, এই সিরিয়াল কোন স্লটে আসছে? এই ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি চ্যানেলের তরফে। ইন্দ্রানী, সোহাগ চাঁদ, টুম্পা অটোওয়ালি, ফেরারি মন-এর মতো মেগা সম্প্রচারিত হচ্ছে কালার্স বাংলায়। ‘রাম কৃষ্ণা’র আগমনে চলতি মেগায় কোপ পড়বে নাকি নতুন স্লটে আসবে এটি? উত্তর তো সময়ই বলে দেবে!

আরও পড়ুন- অবশেষে মিলল অরিজিতের শিলিগুড়ি কনসার্টের অনুমতি, সবচেয়ে কম কত দামে পাবেন টিকিট?

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।