এক নজরে সব খবর ভোটযুদ্ধবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি Updated: 05 Mar 2023, 05:25 PM IST Tulika Samadder
শেয়ার করুন
ভাইকে ছাড়া তাঁর জীবন একঘেয়ে! জন্মদিনে কনিষ্ঠকে ভালোবাসায় ভরিয়ে দিলেন এই অভিনেতা। চিনতে পারলেন নাকি ছবি দেখে!
1/5ছোটবেলার ছবি দিয়ে আমরা তো কমবেশি সকলেই শুভেচ্ছা জানিয়ে থাকি কাছের মানুষগুলিকে। টলিউডের এই নায়কও তেমনটাই করেছেন। ভাইয়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ছবিখানা। পারলেন কি চিনতে? বলে রাখি, এই দুই খুদের বাবা আর কেউ নন আমাদের সবার প্রিয় ফেলুদা। 2/5এবার নিশ্চয়ই বুঝে গিয়েছেন কাদের নিয়ে এসব কথা হচ্ছে। এই দুই ভাই হলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ছেলে অর্জুন আর গৌরব। দুজনেই এখন চুটিয়ে কাজ করছেন টলিউডে। ভাইয়ের জন্মদিন উপলক্ষে পোস্ট করেছেন গৌরব। ক্যাপশনে লিখেছেন, ‘ভাই ছাড়া জীবন খুব বোরিং। শান্তির কিন্তু বোরিং। নিজেদের জোকসে নিজেদেরই হাসার আরেকটা বছর। হ্যাপি বার্থ ডে @arjunchakrabarty।’3/5‘গানের ওপারে’ ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করেন অর্জুন আর গৌরব। এরপর সিনেমায় ডেবিউ করেন অর্জুন বাপি বাড়ি যা দিয়ে। আর গৌরবের প্রথম সিনেমা রং মিলান্তি। দুজনেরই এখন টলিউডের কেরিয়ার বে পাকাপোক্ত। 4/5শুনলে একটু অবাক হবেন, একদিনের ব্যবধানে জন্মদিন সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তীর দুই সন্তান গৌরব আর অর্জুনের। ছোট ভাইয়ের জন্মদিন ৫ মার্চ, আর বড় ভাইয়ের ৬ মার্চ। গৌরবের স্ত্রী রিদ্ধিমাও অভিনেত্রী। অন্যদিকে অর্জুনের স্ত্রী সৃজা যদিও থাকেন লাইমলাইট থেকে বেশ দূরে। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। 5/5মাসখানেক আগে অভিনয় থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন সব্যসাচী। জানান, ‘এবার নতুনদের জায়গা ছেড়ে দিতে চান’। যা শুনে বেশ হতাশ তাঁর অনুরাগীরা। আজও যে ফেলুদা শুনলে তাঁর মুখটাই ভেসে ওঠে চোখে সবার আগে।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); if(typeof pageName != undefined && pageName == “story”) { checkForSurvey(); } }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।