মঞ্চে গাইছিলেন,আচমকা মাথায় এসে পড়ল ড্রোন! মাটিতে লুটিয়ে পড়েন বেনি

মাইক হাতে মঞ্চে গান গাইছিলেন বেনি দয়াল। ‘উর্বশী উর্বশী’র তালে তালে তখন নাচছে সকলে। হঠাৎ করেই গায়কের কান ঘেঁষে বেরিয়ে গেল একটি ড্রোন ক্যামেরা। পরক্ষণেই সেই ড্রোন ঘুরে এসে সোজে বেনি দয়ালের মাথায়! সেই আঘাতের জেরে তখনই মঞ্চে লুটিয়ে পড়েন বেনি দয়াল। ঘটনায় চেন্নাইয়ের এক কনসার্টের। শো চলাকালীন ড্রোন ক্যামেরায় আহত হলেন শিল্পী।

ঘটনার আকস্মিকতায় নাড়িয়ে দিয়েছে তাঁকে তা বেশ স্পষ্ট। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ভিডিয়ো। পরে ‘বত্তমিজ দিল’ খ্যাত গায়ক সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার দুর্বিসহ অভিজ্ঞতা তুলে ধরেন। ভিডিয়ো বার্তায় বেনি দয়াল জানান, মাথার পিছনে ড্রোনের ধাক্কায় চোট লেগেছে তাঁর, পাশাপাশি ডান হাতের দুটি আঙুলও ক্ষতবিক্ষত হয়েছে।

এদিন ভিডিয়ো শেয়ার করে বেনি নিজের সকল শুভাকাঙ্খীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ড্রোনের ফ্যানের ব্লেডগুলো আমার মাথার পিছনে আঘাত করেছে। এতে বেশ খানিকটা জায়গা কেটে গেছে। এর বাইরে আমার ডান হাতের আঙুলও জখম হয়েছে। তবে বাকি সব ঠিকই আছে। খুব তাড়াতাড়িই সেরে উঠব বলে আশা করছি।’

এরপরই ক্ষোভের সুরে গায়ক বাকি শিল্পীদের উদ্দেশে বলেন, শো-এর আগে যেন তাঁরা ইভেন্ট ম্যানেজারদের সঙ্গে চুক্তি করে নেয়, কোনও ড্রোন যেন শিল্পীর একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে না আসে। কারণ দুটির মুভমেন্টের তালমেল কোনওদিনই সম্ভব নয়। পাশাপাশি যে ব্যক্তি ড্রোন অপারেট করছেন, তিনি যেন পেশাদার হন, তাঁর সার্টিফিকেট থাকে ড্রোন ওড়ানোর। সব শেষে তাঁকে বলতে শোনা গেল, ‘আমরা খুব সাধারণ শিল্পী, স্টেজে গান গাই, সলমন খান বা প্রভাস তো নই যে অ্যাকশন বা স্টান্ট করে দেখাব, তাই বিষয়গুলো একটু সিম্পল রাখুন’।

আরমান মালিক, আকৃতি কক্কর, শার্লি শেঠিয়া-সহ একাধিক সঙ্গীত শিল্পী বেনির দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি এই জরুরি বিষয় নিয়ে প্রশ্ন তোলবার জন্যও বেনিকে ধন্যবাদ জানিয়েছেন। ‘ব্যাং ব্য়াং’ হিটমেকার বেনির দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরাও। 

বলিউড প্রেমীদের একাধিক চার্টবাস্টার গান উপহার দিয়েছেন বেনি দায়াল। যার মধ্যে অন্যতম ‘দারু দেশি’, ‘লেটস নাচো’, ‘লোচা-এ-উলফত’, ‘লত লাগগায়ি’। সুস্থ হয়ে বেনির মঞ্চে ফেরার অপেক্ষায় ভক্তরা। 

আরও পড়ুন-লাল লেহেঙ্গা পরে আমেরিকায় তুমুল নাচলেন অক্ষয়! হল রণবীর সিং-এর সঙ্গে তুলনা,ভিডিয়ো

(————– সমাপ্ত ————–)

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।