Entertainment

মুঘলরা লুঠ করেননি, সব মুসলিম শাসক খারাপ ছিলেন না :

‘তাজ–ডিভাইডেড বাই ব্লাড (Taj – Divided by Blood) সিরিজে মুঘল সম্রাট আকবরের চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে। বরবরই নিজের চরিত্র নিয়ে রিসার্চ করেই কাজ করতে পছন্দ করেন নাসিরুদ্দিন শাহ। আকবর চরিত্রে অভিনয়ের জন্যও সেটা করেছেন। সম্প্রতি অভিনেতা বলেন, আকবরকে নিয়ে অনেক ভুল তথ্য প্রচার হয়। বলা হয় তিনি ইসলামের বাইরে হেঁটে নতুন ধর্ম ‘দীন-ই-ইলাহি’ প্রবর্তন করেছিলেন। যা সর্বৈব ‘মিথ্যা’ এবং ‘বাজে কথা’। সম্প্রতি মুঘল শাসকদের নিয়ে ফের বিস্ফোরক অভিনেতা নাসিরুদ্দিন শাহ। 

নাসিরুদ্দিন শাহর কথায়, ‘ইতিহাস বইয়ের পাতায় মুঘলদের ভিলেন বানানো হয়েছে।’ সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘কোনও শাসকই পুরোপুরি ভালো ছিলেন না। সম্পূর্ণ সংবেদনশীল কেউই ছিলেন না। তবে কয়েকজন খারাপ বলে সবাই খারাপ এটা বলাও ভুল। দুঃখের বিষয়, নাদির শাহ, তৈমুর ও মাহমুদ গাজনভি-রা মতো শাসকরা মুসলিম ছিলেন বলে সব মুঘল শাসকদের তাঁদের মতো ভাবা ভুল। ভাবা হয় সবাই লুঠ করেছে।’

নাসিরুদ্দিন শাহ বলেন, ‘আসল অপরাধী তো ব্রিটিশরা। ওঁরা তো লুঠ চালিয়ে গিয়েছে। কিন্তু মুঘলরা তো অনেক কিছুই দিয়েছেন। মুঘলরা অর্থনৈতিক ও মিলিটারি সিস্টেম তৈরি করেছে। অনেক স্থাপত্য ওদের কারণেই তৈরি। মুঘলরা এখানে থাকতে এসেছিল পাকাপাকি ভাবে, লুঠ চালাতে নয়। ইতিহাস না পরেই অনেকে টিপু সুলতানকে খারাপ ভাবেন। টিপু সুলতানকে দেশদ্রোহী বানানো হয়। রামমন্দির আর টিপু সুলতানের মধ্যে বেছে নিতে বলা হয়। যেটা ঠিক নয়। গুপ্ত, মৌর্য, চোল রাজাদের সম্পর্কেও জানা উচিত।’

আকবর প্রসঙ্গে নাসিরুদ্দিন শাহবলেন, ‘উনি প্রকৃত অর্থেই ভালো মানুষ ছিলেন। সব ধর্মের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। সুফিদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন।বৌদ্ধ, জৈন, জরাথ্রুস্টের ধর্মগ্রহণকারীদের সঙ্গেও মিশেছিলেন আকবর। রাজা মানসিংহ ও বীরবর ছিলেন তাঁর পরামর্শদাতা।’

রোনাল্ড স্কালপেলো পরিচালিত ‘তাজ–ডিভাইডেড বাই ব্লাড’ সিরিজে আকবরের চরিত্রে অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ। যোধা বাইয়ের ভূমিকায় থাকছেন সন্ধ্যা মৃদুল, শেহজাদা সেলিমের চরিত্রে রয়েছেন আসিম গুলাটি, তাহা শাহ হয়েছেন শেহজাদা মুরাদ। অদিতি রাও হায়দারিকে দেখা যাবে আনারকলি হিসাবে, সেলিম চিস্তির ভূমিকায় থাকছেন ধর্মেন্দ্র।

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।