Entertainment

রং মেখে ভূত! দোলের দিন বাইক নিয়ে জিয়াগঞ্জে অরিজিৎ সিং,

সাদা পাঞ্জাবি পরে রং মেখে ভূত, চেনা বড়ই দায়! তবে একটো ভালো করে দেখে বোঝা গেল উনিই আসলে অরিজিৎ সিং। দোলের দিন রং মেখে বাইক চালিয়ে যাচ্ছেন, পিছনে বসে তাঁরই কোনও এক বন্ধু। ছবিটি ২০২৩-র দোলের দিন তোলা। অরিজিতের ফ্যান ক্লাবের তরফে তেমনটাই দাবি করা হয়েছে।

অরিজিৎ সিং-এর ফ্যান ক্লাবের তরফে পোস্ট করা ছবিতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। আরও একটি ছবিতে জিয়াগঞ্জের বন্ধুদের দোল খেলতে দেখা গিয়েছে অরিজিৎকে। ভিডিয়োর নিচে প্রিয় গায়ককে ভালোবাসায় ভরিয়েছেন অনুরাগীরা।

গত মঙ্গলবার নিজের লেখা একটি মিউজিক ভিডিয়োর ক্লিপ শেয়ার করে সকলকে দোল ও হলি-র শুভেচ্ছা জানান অরিজিৎ সিং। ‘মেরা দিল অব উড়গায়া, ইয়াদো মে খো গায়া’-এই গানটি অরিজিৎ নিজেই লিখেছে, সুর দিয়েছেন এবং গেয়েছেন। যেটি কিনা আসলে ২০২২-এ দোলের সময় মুক্তি পেয়েছিল। মিউজিক ভিডিয়োতে দেখা যায়, মুর্শিদাবাদের কোনও একটি পুরনো বাড়ির চৌকাঠে বসে অরিজিৎ সিং। পরেছেন সাদা পাঞ্জাবি আর জিনস। হঠাৎই এসে বন্ধুরা তাঁকে আবির ও রঙে রাঙিয়ে দিলেন। রং মেখেই স্মৃতির পুরনো দিনে ফিরে গেলেন অরিজিৎ। হাতে গিটার তুলে নিয়ে গাইলেন গান। গিটারের সঙ্গে মিলে মিশে গেল খোল আর কীর্তন, যা কিনা বাঙালির দোলের সঙ্গে বহু যুগ ধরেই সম্পৃক্ত। অরিজিতের এই মিউজিক ভিডিয়োর প্রোডাকশন ডিজাইন থেকে কাস্টিং এমনকি আর্ট ডিজাইন করেছেন স্ত্রী কোয়েল সিং।

জানা যাচ্ছে, দোলের ঠিক আগে আগে বেঙ্গালুরুতে শো করতে গিয়েছিলেন অরিজিৎ সিং। এদিকে আগামী মাসে শিলিগুড়িতে শো করার কথা তাঁর। প্রথম দিকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই শো নিয়ে জলঘোলা শুরু হয়েছিল। তবে শেষপর্যন্ত শিলিগুড়ি পুরনিগমের তরফে ৪ এপ্রিল শোয়ের অনুমতি মিলেছে। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে থেকে প্রায় ৩ ঘণ্টা অনুষ্ঠান করবেন অরিজিৎ। জানা যাচ্ছে, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, ডায়মন্ড ও প্ল্য়াটিনাম— পাঁচটি ভাগে অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। সবথেকে দামি টিকিটের দাম ৬০,০০০ টাকা। তবে ৩৯৯৯, ৬৪৯৯ এবং ৯৯০০ টাকার টিকিও রয়েছে। যদিও আয়োজকদের দাবি অধিকাংশ টিকিটই বিক্রি হয়ে গিয়েছে।

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।