Entertainment

রাহা আমার আর আলিয়ার মাঝেই ঘুমোয়, ওর একটু নড়াচড়াতেই ঘুম

‘রাহা জন্মের দু’তিন মাস আগে থেকেই আমি ছুটি নিয়ে নিয়েছিলাম, আলিয়ার সঙ্গেই থাকতাম বেশিরভাগ সময়। অবশেষে যখন সেদিনটি এল, লেবার রুমের সেই স্মৃতি সারাজীবন নিজের কাছে যত্ন করে রাখব।’ করিনার প্রশ্নে আবেগের মধ্যেই কথাগুলি বলে চলেছিলেন নতুন ‘বাবা’ রণবীর কাপুর। ‘হোয়াট উইমেন্ট ওয়ান্ট’-এর সিজন ৪ হাজির হয়েছিলেন রণবীর, সেখানেই তুতো ভাইবোনের গল্প জমে উঠেছিল ছোট্ট রাহাকে নিয়ে। পিসি হিসাবে করিনার প্রশ্নের অন্ত নেই। রণবীরও স্বচ্ছন্দে কথাগুলি বলে চলেছিলেন।

রাহার জন্ম মুহূর্ত প্রসঙ্গে রণবীর বলেন, ‘প্রসবের পর, যখন অ্যাম্বিলিকাল কর্ড কেটে আমার হাতে রাহাকে দেওয়া হল, সেই মুহূর্তটি কখনওই ভুলতে পারব না। আমার জীবনের সেরা মুহূর্ত। জন্মের পর আলিয়া যখন প্রথমবার ওকে বুকে টেনে নিল, আমরা একসঙ্গে ওর দিকে তাকিয়ে ছিলাম। সেই মায়াবী মুহূর্তটি যেন আমার কাছে ভীষণ মূল্য়বান। লেবার রুমে আমি সুন্দর সময় কাটিয়েছি এরপর হাসপাতালে আমি আলিয়ার সঙ্গে এক সপ্তাহ ছিলাম।’ করিনা ভাইয়ের কথায় বলেন, ‘আমি বলব তুমি একজন ভালো স্বামী, সইফ তো কখনওই আমার সঙ্গে হাসপাতালে থাকবে না।’ রণবীর তখন হেসে বলেন, আমিও তো তাই-ই মনে করি। তবে আলিয়া হয়ত সেটা মনে করে না। বাবা হিসাবেও নিজেকে ৭-এর মধ্যে ৭-ই দেন রণবীর।

আর পড়ুন-‘আদিরাকে আমার থেকে দূরে থাকা অভ্যেস করতে হবে’, মেয়েকে নিয়ে কেন একথা বললেন রানি?

আরও পড়ুন-পিতৃতন্ত্রের গালে সপাট চড়! মায়ের লড়াইয়ের গল্পে রানির চোখ দিয়ে কাঁদল দর্শক

আলিয়া মা হতে চলেছে এখবর প্রথমবার শুনে ঠিক কী প্রতিক্রিয়া ছিল? করিনার এমন প্রশ্নে রণবীর বলেন, ‘অসাধারণ সেই মুহূর্ত, উত্তেজনা ছাড়া আর অন্য কোনও আবেগ তখন ছিল না।’ রণবীরের কথায়, ‘রাহার জন্মের পর অনেক রাত জেগে কাটিয়েছি। প্রথম দু’মাস তো রাতে ঘুমোই নি আমি ও আলিয়া। কারণ তখন আমাদের প্রথম সন্তান আমাদের মাঝে, আমাদের সঙ্গে বিছানাতেই ঘুমোবে, সবসময় সতর্ক থাকতে হয়েছে, ওর একটু নড়াচড়াতেই। সেই মুহূর্তগুলি সত্যিই অসাধারণ।’

করিনার শোয়ে এসে রণবীর বলেন তিনি বাচ্চার ন্য়াপি বদলান, তবে ছোট্ট রাহাকে কীভাবে খাওয়ার পর ঠেকুর তোলাতে হবে, সেই বিশেষ প্রক্রিয়ায় তিনি দক্ষ। প্রসঙ্গত ২০২২-এর এপ্রিলে আলিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রণবীর কাপুর। নভেম্বরে তাঁর ও আলিয়ার জীবনে আসে প্রথম সন্তান। নীতু কাপুর নাতনির নাম রাখেন রাহা।

এদিকে ৪ মার্চ মুক্তি পেয়েছে রণবীর-শ্রদ্ধা জুটির ‘তু ঝুটি মে মক্কার’ ছবিটি।

(————– সমাপ্ত ————–)

 

 

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।