Entertainment

রিলে নয় রিয়েলে! এই বছরই বিয়ের পিঁড়িতে বসছে মোদক পরিবারের

হোমপেজএক নজরে সব খবর জনপ্রিয়ওয়েবস্টোরিবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি Updated: 18 Mar 2023, 04:38 PM IST Priyanka Mukherjee

শেয়ার করুন

Uday-Anamika: টেলিপাড়ায় বিয়ের সানাই! এই বছরই দীর্ঘদিনের বান্ধবী অনামিকা চক্রবর্তীর সঙ্গে বিয়ের পর্ব সারবেন ‘রাতুল’ উদয়। 

1/6২০২৩- সালেই গাঁটছড়া বাঁধতে চলেছেন মিঠাই সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেতা! ভাবছেন কে? নিজের মুখেই সুখবর শেয়ার করে নিয়েছেন রাতুল! হ্যাঁ, বাস্তবে এবার সাত পাক ঘুরবেন অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)। (ছবি-ইনস্টাগ্রাম)2/6নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা উদয়। অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন মিঠাইরানির মেজো নন্দাই। (ছবি-ইনস্টাগ্রাম)3/6বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ অনামিকা। স্টার জলসার ‘এখানে আকাশ নীল’-এর হিয়ার সঙ্গে নতুন ইনিংস শুরু করবেন উদয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে উদয় বলেন,’প্ল্য়ানিং চলছে। এই বছরই ইচ্ছা আছে বিয়ের। সবটা চূড়ান্ত হলে নিশ্চয় জানাব। ইচ্ছা আছে এই বছরই আমাদের সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাওয়ার। আমরা প্রায় আড়াই বছর ধরে সম্পর্কে রয়েছি।’ (ছবি-ইনস্টাগ্রাম)4/6উদয়ের সঙ্গে দারুণ বন্ডিং ‘সিডি বয়’ আদৃতের। পরস্পরকে ‘বাবা’ বলে ডাকেন তাঁরা। আদৃতের পাশে বসেই এই সুখবর দিলেন উদয়। সবটা শুনে উচ্ছ্বসিত নায়ক। তিনি বলেন, ‘অনামিকা আমাদের পরিবারের মতো। অনেক বছর ধরে ওদের সম্পর্ক। ওরা দুজনেরই আমার খুব কাছের। অনামিকা আশেপাশে থাকলে খুব ভালোলাগে’। 5/6আদৃত যোগ করেন, ‘অনামিকাকে আমিও খুব ভালোবাসি, সম্মান করি। খুব ভালো মেয়ে। আমি দারুণ খুশি যে ওরা ফাইনালি একটা সিদ্ধান্ত নিচ্ছে। আর উদয় সেটেল করার প্ল্যান করছে মানে আমার একটা বড় ভূমিকা থাকছে সেখানে। (হাসি)’। 6/6এই মুহূর্তে ‘মিঠাই’-এর পাশাপাশি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখা যাচ্ছে উদয়কে। তবে ‘উড়ন তুবড়ি’র পর ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছেন অনামিকা। এবার ব্যান্ড-বাজা-বারাতের পালা!

অন্য গ্যালারিগুলি

No Network

Server Issue

Internet Not Available

{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।