এক নজরে সব খবর জনপ্রিয়ওয়েবস্টোরিবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি বাংলা নিউজ > বায়োস্কোপ > Oscars 2023: রিহানা নাকি ফ্লোরেন্স পিউ, অস্কারের মঞ্চে সেরা পোশাক কাদের, ছবি দেখে নিজেই বলুন Updated: 13 Mar 2023, 12:25 PM IST Priyanka Bose
শেয়ার করুন
Oscars 2023: ছয় দশক পর ধারা বদলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ। লালের বদলে এ বছর অস্কারের গালিচার রং শ্যাম্পেন। ৯৫ তম অস্কারে সেরা পোশাকের পাশাপাশি বেশ কিছু তারকা উদ্ভট পোশাকে ধরা দিয়েছেন। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের থেকে সেরা এবং বেশ কিছু বিকট পোশাকে সেলিব্রিটিদের ছবি রইল-
1/7লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৫তম অ্যাকেডেমি অ্য়াওয়ার্ডস বা অস্কারের আসর। সেলিব্রিটিরা স্টাইলিশ পোশাকের পাশাপাশি এ দিন ধরা দিয়েছেন। তবে কেউ কেউ বিকট পোশাকে এসে লাইমলাইটে ছিলেন। এই বছরের ইতিহাস তৈরির রাত থেকে সেরা এবং সবচেয়ে খারাপ পোশাক পরা সেলিব্রিটিদের একটি তালিকা রইল-2/7অন্তঃসত্ত্বা গায়িকা রিহানা। ৯৫তম অ্যাকেডেমি অ্য়াওয়ার্ডস বা অস্কার অনুষ্ঠানে শ্যাম্পেন রঙের গালিচায় ডিজাইনার মেসন আলিয়ার তৈরি কালো লেদারের পোশাকে ধরা দেন। টাইটফিট পোশাকে তাঁর বেবি বাম্প স্পষ্ট। 3/7মিন্ডি কালিং একটি স্ট্রাকচারাল স্প্যাগেটি-স্ট্র্যাপ গাউনে ধরা দেন গালিচায়। ওয়েডিং-গাউনের ডিজাইনার ভেরা ওয়াং এই পোশাকের ডিজাইনার।4/7মালালা ইউসুফজাই রাল্ফ লরেনের সিলভার সিকুইনড হুডেড গাউনে প্রথমবার অস্কার অনুষ্ঠানে হাজির হয়েছেন। ঝলমলে হুডেড গাউনে গালিচায় বেশ আত্মবিশ্বাসী হয়ে ধরা দিয়েছেন তিনি। স্বামী আসের মালিকের সঙ্গে এ দিন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। ফ্রেড লেইটনের কালেকশন থেকে নিজের জন্য অ্যাক্সেসরিজ বেছে নিয়েছিলেন তিনি। 5/7ভ্যালেনটিনো কোর্টিয়ার থেকে এই পোশাক বেছে নিয়েছেন ফ্লোরেন্স পিউ। এই পোশাক দেখে অনেকরই মন্তব্য যেন কুঁচকে যাওয়া বিছানার চাদর গায়ে জড়িয়ে চলে এসেছেন তিনি। 6/7নিজেকে স্টাইল আইকন হিসেবে প্রমাণ করেছেন অ্যান্ড্রু গারফিল্ড। ক্লাসিক ফেন্ডি এনসেম্বলে এ দিন কার্পেটে ধরা দেন তিনি।7/7আফটারসান-এ অভিনয়ের জন্য পল মেসকাল সেরা অভিনেতার জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু তাঁর আগোছালো ফ্য়াশন সেন্স এ দিন হতাশ করেছে ভক্তদের।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।