Entertainment

সুপারস্টার অভিনেত্রীদের মেয়ে, কেরিয়ার অবশ্য সুপার ফ্লপ, কোথায় আছেন তাঁরা

হোমপেজএক নজরে সব খবর ভোটযুদ্ধবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি Updated: 09 Mar 2023, 05:58 PM IST Priyanka Bose

শেয়ার করুন

Bollywood failed star kids: বলিউডে স্টারকিডের নিয়ে বেশ মাতামাতি রয়েছে। লাইমলাইটের পরিবেশে মানুষ এই স্টারকিডরাও অনেকেই বাবা-মায়ের পথ অনুসরণ করে অভিনয়ে পা রেখেছেন। তেমনি একাধিক তারকা অভিনেত্রীর মেয়ে রয়েছেন যাঁরা বলিউডে পা রেখেও কিন্তু নিজের জন্য কোনও চিহ্ন তৈরি করতে পারেনি। কারা কারা, দেখুন একনজরে-

1/7হেমা মালিনী, ডিম্পল কাপাডিয়া, শর্মিলা ঠাকুর থেকে শুরু করে তনুজা এবং মালা সিনহা পর্যন্ত অভিনেত্রীরা তাঁদের সময়ের প্রথম সারির নায়িকাদের তালিকায় ছিলেন। তবে তাঁদের মেয়েরা বলিউডে পা রাখলেও প্রত্য়াশা মাফিক মায়েদের মতো নাম কামাতে পারেননি। একাধিক অভিনেত্রী আছেন যাঁরা তাঁদের যুগে সুপারস্টার ছিলেন, কিন্তু তাঁদের মেয়েরা ইন্ডাস্ট্রিতে ফ্লপ প্রমাণিত হয়েছে।2/7প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পতৌদির মেয়ে সোহা আলি খান। ২০০৪ সালে ‘দিল মাঙ্গে মোর’ ছবি দিয়ে শাহিদ কাপুরের বিপরীতে কেরিয়ার শুরু করেছিলেন সোহা। এই ছবির পর ২০০৬ সালে ‘রং দে বাসন্তী’ ছবিতে দেখা যায় তাঁকে। একাধিক ছবিতে অভিনয় করলেও বক্স অফিসে লাভের গুড় তুলতে পারেননি সোহা। তবে তাঁর দাদা অভিনেতা সইফ আলি খান বলিউডে নিজের চিহ্ন তৈরি করতে সফল।3/7রিয়া ও রাইমা সেনের মা মুনমুন সেন নিজে একজন স্টারকিড ছিলেন। জনপ্রিয় বাঙালি অভিনেত্রী তথা মহানায়িকা সুচিত্রা সেন কন্যা মুনমুন সেন। মুনমুন-সুচিত্রা সেন টলিউডে বড় নাম। অন্যদিকে মুনমুনের দুই মেয়েই অভিনয় কেরিয়ারে বিশেষ কোনও ছাপ ফেলতে পারেনি। রিয়াকে অস্মিতের সঙ্গে এমএমএস স্ক্যান্ডালের জন্য সবচেয়ে বেশি মনে রেখেছেন দর্শক। অন্যদিকে হিন্দি সিনেমা ছেড়ে দক্ষিণের ছবিতে অভিনয় করেন রাইমা। 4/7১৯৬০ থেকে ১৯৭০-এর দশকে একজন সুপরিচিত অভিনেত্রী ছিলেন তনুজা। সেই যুগের অন্যতম সাহসী অভিনেত্রীও তিনি ছিলেন বটে। যদিও তাঁর মেয়ে তানিশা বলিউডে তেমন কোনও ছাপ ফেলতে পারেননি। তনুজার বড় মেয়ে কাজল ইন্ডাস্ট্রিতে বেশ নাম কামিয়েছেন। তবে তানিশা পরিবারের নাম ধরে রাখতে পারেননি। ‘নীল এন নিকি’ এবং ‘ওয়ান টু থ্রি’-এর মতো ফ্লপ ছবির অংশ হয়েও তেমন অভিনয় দক্ষতাও দেখাতে পারেননি তানিশা।  ‘বিগ বস’-এর ঘরে দেখা গিয়েছে তানিশাকে। এখন ফিল্ম জগত থেকে দূরে তবে মুম্বইতেই থাকেন তানিশা। 5/7ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মেয়ে এষা দেওল। ২০০২ সালে ‘কোই মেয়ে দিল সে পুছে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর তাকে দেখা গিয়েছে ‘না তুম জানো না হাম’ ছবিতে। এই দুটি ছবিই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এর পরেও একাধিক ছবিতে অভিনয় করেছেন এষা। তবে মায়ের মতো সুপারস্টারের তকমা পাননি। সম্প্রতি বেশ কয়েকটি ওয়েব শোয়ে অভিনয় করেছেন তিনি। 6/7ডিম্পল কাপাডিয়ার দুই মেয়ে টুইঙ্কেল খান্না এবং রিঙ্কি খান্না। টুইঙ্কেল বেশ কিছু বলিউড সিনেমায় অভিনয় করলেও পরিবারের মুখ উজ্জ্বল করতে পারননি। তাঁর বোন রিঙ্কির কেরিয়ার বলিউডে সুপারফ্লপ। বলিউড ছাড়ার পর রিঙ্কি খান্না লাইমলাইট থেকে একেবারেই দূরে। রিঙ্কিকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না বা কোনও অনুষ্ঠান, পার্টিতেও দেখা যায় না।7/7নিজের সময়ের অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন মালা সিনহা। তাঁর অনেক ছবিই বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করেছে। মালা সিনহার মেয়ে প্রতিভা সিনহা। প্রতিভাও তার মায়ের মতো বলিউডে কেরিয়ার গড়তে চেয়েছিলেন। যদিও মালা সিনহার মেয়ে প্রতিভা ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে ভারসাম্য আনতে পারেননি এবং কয়েকটি ছবির পর পর্দা থেকে উধাও হয়ে যান তিনি। প্রতিভা দীর্ঘদিন ধরে বলিউড এবং লাইমলাইট থেকেও দূরে রয়েছেন।

অন্য গ্যালারিগুলি

No Network

Server Issue

Internet Not Available

{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); if(typeof pageName != undefined && pageName == “story”) { checkForSurvey(); } }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।