Entertainment

সেরা ছবি থেকে সেরা অভিনেতা-অভিনেত্রী, এবারের অস্কারে কে কী হলেন?

হোমপেজএক নজরে সব খবর জনপ্রিয়ওয়েবস্টোরিবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি বাংলা নিউজ > বায়োস্কোপ > Oscars 2023, The Full List: সেরা ছবি থেকে সেরা অভিনেতা-অভিনেত্রী, এবারের অস্কারে কে কী হলেন? দেখে নিন তালিকা Updated: 13 Mar 2023, 01:29 PM IST Suman Roy

শেয়ার করুন

Oscars 2023, The Full List of Winners: কোন সিনেমার জন্য কে কী পুরস্কার পেলেন? দেখে নিন এবারের অস্কারের বিজয়ীদের সম্পূর্ণ তালিকা। 

1/18শেষ হল ৯৫তম অস্কারেরর ঘোষণা। কোন শিল্পীর হাতে উঠল কোন পুরস্কার? তালিকা দেখে নিন এখান থেকে।  (Jordan Strauss/Invision/AP)2/18সেরা এডিটিং: এই বিভাগে সেরা ছবির সম্মান পেল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। সব মিলিয়ে ৭টি অস্কার পেল এই ছবি। সেই হিসাবে এবারের অস্কারের অনেকটাই রইল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’-কে কেন্দ্র করে।  (Jordan Strauss/Invision/AP)3/18সেরা কসটিউম: এই বিভাগে পুরস্কার পেলেন রুথ কার্টার। ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এর জন্য এই পুরস্কার পেলেন তিনি। মঞ্চে অ্যাকাডেমিকে ধন্যবাদ জানালেন কৃষ্ণাঙ্গ শিল্পীকে সম্মান জানানোর জন্য। (Jordan Strauss/Invision/AP)4/18সেরা সিনেম্যাটোগ্রাফি: এই বিভাগে অস্কার জিতে নিল ‘অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রান্ট’। অস্কার উঠল জেমস ফ্রেন্ডের হাতে।  (Jordan Strauss/Invision/AP)5/18সেরা গান: ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ পেল ২০২৩ সালের অস্কারে সেরা গানের সম্মান। এই গানের জন্য সঙ্গীত পরিচালক হিসাবে অস্কার পেলেন এমএম কিরাবানি এবং গীতিকার হিসাব অস্কার পেলেন চন্দ্রবোস।  (Jordan Strauss/Invision/AP)6/18সেরা আবহসঙ্গীত: এই বিভাগেও সেরার পুরস্কার জিতে নিল ‘অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। পুরস্কার উঠল ভলকার বেরতেলমানের হাতে। (Jordan Strauss/Invision/AP)7/18সেরা বিদেশি ভাষার ছবি: এই বিভাগে সেরা ছবির পুরস্কার জিতে নিল জার্মানির ‘অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এডওয়ার্ড বারজার এই ছবির পরিচালক।  (Jordan Strauss/Invision/AP)8/18সেরা তথ্যচিত্র: এই বিভাগে সেরার সম্মান পেল ‘নাভালনি’। তথ্যচিত্রটির জন্য অস্কার পেলেন ৫ পরিচালক।  (Jordan Strauss/Invision/AP)9/18স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র: এই বিভাগে সেরার পুরস্কার পেল ‘দি এলিফ্যান্ট হুইসপারস’। এই ছবির জন্য অস্কার উঠল পরিচালক কার্তিকী গনজালভেস আর গুনিত মঙ্গার হাতে। (Jordan Strauss/Invision/AP)10/18সেরা অ্যানিমেশন: এই বিভাগে অস্কার জিতে নিল গিলেরমোত দেল তোরো পরিচালিত ছবি ‘পিনোক্কিয়ো’।  (Jordan Strauss/Invision/AP)11/18সেরা মৌলিক চিত্রনাট্য: ‘এভরিথিং এভরিওয়ের অল অ্যাট ওয়ানস’ ছবির জন্য এই বিভাগে অস্কার পেলেন ড্যানিয়েল কন এবং ড্যানিয়েল শিনার্ট। (Jordan Strauss/Invision/AP)12/18সেরা অ্যাডপটেড চিত্রনাট্য: ‘উইমেন টকিং’ ছবির জন্য এই বিভাগে অস্কার পেলেন সারাহ পোলে। মিরিয়াম টোসের লেখা উপন্যাস অবলম্বনে এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি।  (Jordan Strauss/Invision/AP)13/18সেরা সহ-অভিনেতা: ‘এভরিথিং এভরিওয়ের অল অ্যাট ওয়ানস’ ছবির জন্য এই বিভাগে অস্কার পেলেন কে হু কোয়ান।  (Jordan Strauss/Invision/AP)14/18সেরা সহ-অভিনেত্রী: জ্যামি লি কার্টিস ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস’-এর জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন। (Jordan Strauss/Invision/AP)15/18সেরা অভিনেতা: এই বিভাগে অস্কার জিতে নিলেন ব্রান্ডন ফ্রেজার। ‘দ্য হোয়েল’ ছবির জন্য এই পুরস্কার পেলেন তিনি। এই বিভাগে তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন অস্টিন বাটলার, কলিন ফ্যারেল, পল মেসকাল, বিল নাই।  (Jordan Strauss/Invision/AP)16/18সেরা অভিনেত্রী: এই পুরস্কার পেলেন মিশেল ইয়ো। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য এই সম্মান পেলেন তিনি। তাঁর সঙ্গে এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন আনা দে আরমাস, কেট ব্ল্যানচেট, আন্দ্রেয়া রাইজবরো, মিশেল উইলিয়ামস। (Jordan Strauss/Invision/AP)17/18সেরা পরিচালনা: ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য এই বিভাগে অস্কার পেলেন ড্যানিয়েল কন এবং ড্যানিয়েল শিনার্ট।  (Jordan Strauss/Invision/AP)18/18সেরা ছবি: ঘোষণা হয়ে গেল অস্কারের সেরা ছবির নাম। পেল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। এই বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘দ্য ব্যানসিজ অব ইনিশেরিন’, ‘দ্য ফাবেলমানস’, ‘টার’, ট্রায়াংগেল অব স্যাডনেস’।  (Jordan Strauss/Invision/AP)

অন্য গ্যালারিগুলি

No Network

Server Issue

Internet Not Available

{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।