এক নজরে সব খবর ভোটযুদ্ধবাংলার মুখভাগ্যলিপিঘরে বাইরেআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকিছবিঘরবাংলার মুখcricketদেখতেই হবেকলকাতাওয়েবস্টোরিভাগ্যলিপিঘরে বাইরেছবিঘরআমাদের পছন্দবায়োস্কোপময়দানটুকিটাকি বাংলা নিউজ > বায়োস্কোপ > Filmfare Bangla Red Carpet Look: সৌরভ যেন টলি রণবীর, এক কাঁধ খোলা গাউনে শুভশ্রী, ফিল্মফেয়ারে কেমন সাজল বাকিরা! Updated: 11 Mar 2023, 08:54 AM IST Tulika Samadder
শেয়ার করুন
শুক্রবার রাতে ফিল্মফেয়ারের রাতে জমিয়ে সাজল তারকারা। লুকে বলিউডকেও দিল টেক্কা।
1/7বাংলা ফিল্মফেয়ারের পঞ্চম বর্ষে রেড কার্পেটে যাকে বলে চাঁদের হাট। কাকে ছেড়ে কার দিকে দেখবেন। তারকাদের বেশিরভাগই এদিন হাজির হলেন কালো পোশাকে। আর ফেটে পড়ল রূপের ছটা। নুসরত থেকে শুভশ্রী, ঋতাভরী থেকে সৌরভ দাস– কাকে যে সবচেয়ে স্টাইলিশ লাগছিল তা ঠিক করে নিন নয় আপনারাই। (ছবি-ইনস্টাগ্রাম)2/7প্রথমেই দেখে নিন টলিপাড়ার এই প্রজন্মের তিন চর্চিত নায়িকাকে। এমনিতেই তাঁরা স্টাইলের জন্য সবসময়ই থাকেন খবরে। ওয়ান শোল্ডার হাই স্লিট গাউন পরেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর শ্রাবন্তীর সবুজ রঙা শিফন শাড়ি সঙ্গে ম্যাচিং জ্যাকেট। ডার্ক ব্লু রঙের গাউন পরেছিলেন ঋতাভরী। পোশাকের বড় গলা থেকে স্পষ্ট বক্ষবিভাজিকা। (ছবি-ইনস্টাগ্রাম)3/7মনামী ফ্যাশনে বরাবরই সাহসী। এবারও তাঁর সাজ কোনও হলিউড নায়িকার থেকে কম নয়। সিল্ভার গাউনে এদিন হাজির হয়েছিলেন রেড কার্পেটে। তৃণা সাহাও বেশ টক্কর দিলেন কিন্তু। পরেছিলেন সিকোয়েন্সের কাজ করা নীল রঙের শর্ট ওয়ান পিস। 4/7এবারের বাংলা ফিল্মফেয়ারে চোখ টানলেন অভিনেতা সৌরভ দাসও। নাকি আজ থেকে নাম হবে টলিউডের রণবীর সিং! চোখে কাজল, কালো পোশাক তো বারবার দীপিকার বরের কথাই মনে করাল। বিতর্কের মাঝেও রেড কার্পেটে ছিল বনি সেনগুপ্তর উজ্জ্বল উপস্থিতি, সঙ্গে ছিলেন প্রেমিকা কৌশানিও। মিঠাই-এর ওমি আগরওয়াল ওরফে জন ভট্টাচার্যের সেমি ফরমাল লুকও কিন্তু বেশ নজরকাড়া। 5/7অভিনেত্রী পায়েল সরকারকে এদিন দেখা গেল বিস্কিট কালারের টু পিসে। টপের হাতায় ফ্রিল করা। স্কার্টের নেট থেকে চোখে পড়ছে সুডৌল পা। সরু স্ট্র্যাপের নীল গাউন পরে এসেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। (ছবি-ইনস্টাগ্রাম)6/7শুধু টলিউডের কন্যেরা নয়, ফ্যাশনে নজরকাড়া ছিলেন পুরুষরাও। অনীক দত্ত, অনির্বাণ চক্রবর্তী, টোটা রায় চৌধুরীদের পাওয়া গেল ব্ল্যাক লুকেই। (ছবি-ইনস্টাগ্রাম)7/7মিস করলে চলবে না ঐন্দ্রিলা সেন, ইশা সাহা আর দেবলীনা কুমারের লুকও। দেবলীনা এদিন বেছে নিয়েছিলেন একটি মাল্টি কালারের অফ শোল্ডার গাউন। কালো অফ শোল্ডারে হাজির হয়েছিলেন ঐন্দ্রিলা। আর ইশার পোশাকের ডিপ নেট লাইনে গিয়ে যে কারও চোখ আটকাবেই! (ছবি-ইনস্টাগ্রাম)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
{ loadScriptPltU(“/js/photogallery_v8.js?v=1.8” , function(){}); loadScriptPltU(“/__js/staticProperties_v1,inview_loz_v1.js?v=2.1.20”, function(){ }); setTimeout(function () { loadCssFile(“fontcss”, “/css/fontcss.css?v=1.2”);},1000); setTimeout(function () { htGPTScript();htPWAScript();htAPSScript(); htGTMScript(); htBanglaAnalyticsScript(); changeNumbersToBangla(); if(typeof pageName != undefined && pageName == “story”) { checkForSurvey(); } }, 1000); setTimeout(function() { moE(); }, 7000); setTimeout(function () { if(typeof pageName != undefined && pageName != “gallery” && pageName != “video”) { twttrEmbed(); htInstaGramScript(); } if(typeof pageName != undefined && pageName == ‘notifications’){ document.getElementById(“noTCounter”).style.display = “none”; } else { } if($(“.hts-slider”).length) { $(‘.hts-slider’).each(function(i){ initSlider($(this).attr(‘data-id’));}); } }, 6000); }); ]]>
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।