টলিউডের জনপ্রিয় মুখ শোলাঙ্কি রায়। এখন তাঁর দেখা মিলছে স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকে খড়ি-র চরিত্রে। বিপুল জনপ্রিয়তা পেয়েছে এই চরিত্র অনলাইনেও। সোশ্যাল মিডিয়ায় খোলা হয়েছে একেধিক ফ্যানক্লাব।
তবে কাজের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না। ২০১৮ সালে বহুদিনের বন্ধু শাক্য বসু ওরফে গোগোলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শোলাঙ্কি। কাজের জন্য গোগোল থাকেন নিউজিল্যান্ডে। বিয়ের পর কলকাতা ছেড়ে বিদেশে পাড়ি দিলেও আবার ফিরে আসেন বছরকয়েক আগেই। আর তা নিয়েই চলে যত জল্পনা-কল্পনা। বর্তমানে তো খবর রয়েছে সোহম মজুমদারের সঙ্গে চুটিয়ে প্রেমও করছেন।
তবে বৃহস্পতিবার রাতে নিজের ভক্তদের সঙ্গে বসেছিলেন আড্ডায়। আর সেখানেই একজন তাঁর কাছে প্রশ্ন রাখেন, ‘আপনি গসিপ বা সমালোচনা সামলান কীভাবে?’ আর তাতে ‘খড়ি রানি’ জবাব দেন, ‘আমি গসিপ সামলাই না, গসিপকে উপভোগ করি’। তবে এবারও কিন্তু বেশ কৌশলে ব্যক্তিগত জীবন নিয়ে আসা প্রশ্ন এড়িয়ে গেলেন তিনি।
উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।