Entertainment

স্বামীর সাথে বিচ্ছেদ, সোহমের সঙ্গে প্রেম, চর্চায় শোলাঙ্কি! জবাব, ‘গসিপ

টলিউডের জনপ্রিয় মুখ শোলাঙ্কি রায়। এখন তাঁর দেখা মিলছে স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকে খড়ি-র চরিত্রে। বিপুল জনপ্রিয়তা পেয়েছে এই চরিত্র অনলাইনেও। সোশ্যাল মিডিয়ায় খোলা হয়েছে একেধিক ফ্যানক্লাব।

তবে কাজের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না। ২০১৮ সালে বহুদিনের বন্ধু শাক্য বসু ওরফে গোগোলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শোলাঙ্কি। কাজের জন্য গোগোল থাকেন নিউজিল্যান্ডে। বিয়ের পর কলকাতা ছেড়ে বিদেশে পাড়ি দিলেও আবার ফিরে আসেন বছরকয়েক আগেই। আর তা নিয়েই চলে যত জল্পনা-কল্পনা। বর্তমানে তো খবর রয়েছে সোহম মজুমদারের সঙ্গে চুটিয়ে প্রেমও করছেন।

তবে বৃহস্পতিবার রাতে নিজের ভক্তদের সঙ্গে বসেছিলেন আড্ডায়। আর সেখানেই একজন তাঁর কাছে প্রশ্ন রাখেন, ‘আপনি গসিপ বা সমালোচনা সামলান কীভাবে?’ আর তাতে ‘খড়ি রানি’ জবাব দেন, ‘আমি গসিপ সামলাই না, গসিপকে উপভোগ করি’। তবে এবারও কিন্তু বেশ কৌশলে ব্যক্তিগত জীবন নিয়ে আসা প্রশ্ন এড়িয়ে গেলেন তিনি।



<p>চর্চায় রয়েছে শোলাঙ্কি-সোহমের ‘প্রেম’।</p>
<p>” src=”https://images.hindustantimes.com/bangla/stati/images/static/1x1_img.gif” /></p>
<p>চর্চায় রয়েছে শোলাঙ্কি-সোহমের ‘প্রেম’।</p>
<p> (ছবি-ইনস্টাগ্রাম)  </p>
<p>সোহম-শোলাঙ্কির বন্ধুত্ব গড়িয়েছে প্রেমের দিকে এই কথা চাউর হয়েছিল অনেকদিন ধরেই। তবে তা নিয়ে কেউ কখনও মুখ খোলেননি। তবে আজকাল প্রায়ই ধরা দেন এক ফ্রেমে। একে-অপরের পোস্টে মজার মজার কমেন্ট করতেও ছাড়েন না।</p>
<p>উইন্ডোজ প্রোডাকশনসের ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’-তে অভিনয় করেছিলেন সোহম। পাশাপাশি কাজ করছেন বলিউডেও। ‘কবীর সিং’, ‘ধামাকা’-র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এর আগে শোলাঙ্কির সঙ্গে প্রেম প্রসঙ্গে প্রশ্ন করা হলে হিন্দুস্তান টাইমস বাংলাকে জবাব দিয়েছিলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা পছন্দ করি না। আমি শুধু নিজের কাজ নিয়ে কথা বলতে ভালোবাসি। কিন্তু অনেকেরই কাজের থেকে ব্যক্তিজীবন নিয়ে আগ্রহ থাকে বেশি। কিন্তু এ বিষয়ে আমি কোনও কথা বলব না। আমি এ সব নিয়ে ভাবতে চাই না। কারণ এগুলোর কোনও গুরুত্ব নেই আমার কাছে। কাজ করছি। সেটাই করে যাব।’ আপাতত রাহুল মুখোপাধ্যায়ের ‘দিলখুশ’ ছবির শ্যুট করছেন সোহম। শোলাঙ্কি ব্যস্ত ‘গাঁটছড়া’ নিয়ে।</p>
<p>————– সমাপ্ত ————–)</p>
<p>  <small>এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর <a href=উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।